২০২২ সালের সেপ্টেম্বরে শাওমি তাদের সিভি ২ স্মার্টফোনটি মার্কেটে রিলিজ করেছিল। গতকাল শাওমি ঘোষণা করেছে যে, ওই স্মার্টফোনটির লিমিটেড এডিশন সবার সামনে উন্মোচন করবে। নতুন হ্যান্ডসেটের মডেলের নাম হতে যাচ্ছে সিভি ২ হ্যালো কিটি লিমিটেড এডিশন।
বেশকিছু ইন্টারেস্টিং ফিচার এ ডিভাইসে যোগ করা হবে। স্মার্টফোনটির ব্যাক প্যানেল সূর্যের আলোর স্পর্শে রং পরিবর্তন করার সক্ষমতা রাখবে। তাছাড়া স্মার্টফোনটির ব্যাক প্যানেল নতুনভাবে কাস্টমাইজ করা হয়েছে।
ইউনিক স্টাইলের ডিজাইন দেওয়া হয়েছে এই স্মার্টফোনে। ধূসর রঙের আইকনটি সূর্যের আলোর স্পর্শে লাল রঙে পরিবর্তিত হয়ে যায়। স্মার্টফোনটি আপনি যে প্যাকেজ বক্সে দেখতে পারবেন তার ডিজাইনও বেশ ইউনিক।
প্যাকেজ বক্সে হ্যালো কিটি লেখাটি প্রিন্ট করে দেওয়া হয়েছে। তাছাড়া আরো বেশ কিছু পরিবর্তন নতুন স্মার্টফোনে দেখা যাবে। শাওমি এবার প্রথাগত পদ্ধতি থেকে বের হয়ে ডিজাইনে নতুনত্ব আনার চেষ্টা করেছে।
নতুন হ্যান্ডসেটটির র্যাম হবে ১২জিবি এবং ২৫৬ জিবি ইর্ন্টানাল স্টোরেজ দেওয়া থাকবে। স্মার্টফোনের দাম হবে ৩৬ হাজার রুপি ও ৪২ হাজার টাকা। অফিসিয়াল অনলাইন স্টোর থেকে এটি এখনই প্রি-অর্ডার করা যাচ্ছে।
নতুন স্মার্টফোন এ ৬.৫৫ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। হ্যান্ডসেটের রেজুলেশন হবে ২৪০০ গুণ ১০৮০ পিক্সেল। ওএলইডি প্যানেলের স্ক্রিন যোগ করা হয়েছে। ডিসপ্লের রিফ্রেশ রেট হচ্ছে ১২০ হার্জ।
প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ চিপসেট। মোবাইলটিকে পাওয়ার প্রদান করবে ৪৫০০ মেগাহার্জের ব্যাটারি। পাশাপাশি ৬৭ ওয়াট এর ফাস্ট চার্জিং ফিচারও যোগ করা হয়েছে।
স্মার্টফোনটিতে ৩২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একই সাথে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। সেলফি ক্যামেরাতে ১০০° Wide Angle লেন্স যোগ করা হয়েছে। নতুন স্মার্টফোনের সেলফি কামরায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।