সূর্যের বাইরের পৃষ্ঠে বিরল ঘটনা
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সূর্যের পৃষ্ঠ থেকে বিচ্ছিন্ন বিশাল অংশ। এর পরই তৈরি হলো ঘূর্ণিঝড়ের মতো কিছু একটা। এমন অভিজ্ঞতায় হতবাক বিজ্ঞানীরা। মার্কিন মহাকাশ গবেষণাকারী সংস্থার (নাসা) জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে গত সপ্তাহে এই মহাজাগতিক দৃশ্য দেখা গেছে।
বিষয়টি নিয়ে টুইট করেছেন মহাকাশসংক্রান্ত আবহাওয়াবিদ ট্যামিথা স্কোভ। সূর্যের ভূপৃষ্ঠ থেকে একটি বিশাল অংশ ‘বিচ্ছিন্ন’ হয়ে এর উত্তর মেরুর চারপাশে ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এ নিয়ে কৌতূহলী বিজ্ঞানীদের তৎপরতা শুরু হয়েছে।
টুইটে ট্যামিথা লিখেছেন, একেই বলে ‘পোলার ভর্টেক্স’। সূর্যের উত্তর মেরুর প্রধান ফিলামেন্ট থেকে একটি বড় অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই জায়গায় একটি ঘূর্ণিঝড়ের মতো অবস্থা তৈরি হয়েছে।’ তিনি আরো জানান, ওই স্থানটি স্থির নয় বরং ঘূর্ণায়মান। বহু দশক ধরে সূর্যকে পর্যবেক্ষণ করছেন আমেরিকার ‘ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমস্ফেরিক রিসার্চ’-এর সৌর পদার্থবিদ স্কট ম্যাকিনটোশ।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।