চাঁদে এ পর্যন্ত অনেক মহাকাশযান পাঠানো হয়েছে এবং মানুষও সেখানে অবতরণ করেছে। এটা বিশ্ব জানে যে, মানবজাতি চন্দ্র বিজয় করতে সক্ষম হয়েছে। চাঁদের পর এবার সূর্যের পালা। আমরা যেখানে ঘরে বসেই সূর্যের তাপ সহ্য করতে পারি না সেখানে সূর্যের কাছাকাছি মহাকাশযান পাঠানোর চিন্তা করা হচ্ছে। অধিকাংশ মানুষের কাছে এটি বেশ আশ্চর্যের বিষয়।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এর তথ্য মতে সূর্যের কোর বা কেন্দ্রের তাপমাত্রা হচ্ছে ২৭ মিলিয়ন ডিগ্রী ফারেনহাইট। এটিকে ১৫ মিলিয়ন ডিগ্রী সেলসিয়াস বলা যেতে পারে । তবে সূর্যের পৃষ্ঠার তাপমাত্রা ১০ হাজার ডিগ্রী ফারেনহাইট যা বেশ কম ।
কাজেই সৌর বিজয় করা খুব একটা সহজ কাজ নয়। এটি চ্যালেঞ্জিং জেনেই নাসা এ পথে হেঁটেছে। এর আগে ১৯৫৮ সালে সৌর অভিযানের প্রস্তাবনা দেওয়া হলেও অত্যাধুনিক প্রযুক্তি ২০০০ সালের আগে মানুষের কাছে ছিল না।
২০১৮ সালে পার্কার সোলার প্রোব মহাকাশযানটি সূর্যের উদ্দেশ্যে পাঠানো হয়। মানবজাতির কাছে এটি অবিস্মরণীয় মুহূর্ত। এখন পর্যন্ত এটি সূর্যের দিকেই ধাবিত হচ্ছে। সূর্যের গভীরতম জায়গা যাকে করোনা বলা হয় সে অঞ্চল সম্পর্কে ভালোভাবে জানতে এই মহাকাশযান পাঠানো হয়েছিল।
পার্কার সোলার প্রোব হচ্ছে প্রথম কোন মহাকাশযান যা পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করে সূর্যের এ গভীর অঞ্চল পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছে। তবে সূর্যের এ করোনা অঞ্চল এখন পর্যন্ত রহস্যই রয়ে গেছে। সৌরজগতের সূর্যের প্রভাব সম্পর্কে ভালোভাবে জানতে করোনা অঞ্চল সম্পর্কে গবেষণা জরুরি।
করোনা থেকে সৌর বায়ু প্রবাহিত হয় বিধায় এ অঞ্চল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ জরুরি। তবে এ বছরের দুই সেপ্টেম্বর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর যান সূর্যের দিকে পাড়ি জমায়। এ মহাকাশযানটির নাম আদিত্য এল ওয়ান।
১২৭ দিনের মধ্যে ১৫ লাখ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম হবে এই যানটি। pslv 057 রকেটটি লঞ্চ করার পর স্যাটেলাইটটি তার সুনির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে। সূর্যের ল্যাগরেন্জ পয়েন্ট ওয়ানে পাঠানো হবে আদিত্য এল-১ সৌরযানটিকে।
সূর্য থেকে আসা আলোর পরীক্ষা, পৃথিবীর বরফ যুগ সম্পর্কে তথ্য সংগ্রহ করবে এটি। সূর্যের চৌম্বক ক্ষেত্র সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রথমবারের মতো বের করতে সক্ষম হবে ইসরোর আদিত্য এল-১ সৌরযান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।