নিজের জ্ঞান যাচাইয়ের সবচেয়ে ভালো উপায় হলো কোনো পরীক্ষায় অংশ নেওয়া। আপনার জানার পরিধি পরীক্ষার জন্য বিজ্ঞানচিন্তার এই কুইজ আয়োজন। সূর্য সম্পর্কে আপনি কতটুকু জানেন, তা যাচাই করে দেখুন নিজেই।
সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ। সূর্য থেকে বুধের গড় দূরত্ব প্রায় ৫ কোটি ৯০ লাখ কিলোমিটার। তবে এই দূরত্ব কম-বেশি হয়। সৌরজগতের সবচেয়ে বড় বস্তু সূর্য। সৌরজগতের মোট ভরের ৯৯.৮ শতাংশই সৌরঅধিপতির দখলে।
পৃথিবী থেকে সূর্যের দূরত্বকে বলে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট (এইউ)। এক এইউ প্রায় ১৫ কোটি কিলোমিটারের সমান।সূর্যের মূল জ্বালানী হাইড্রোজেন। এখন পর্যন্ত সূর্যে মূলত হাইড্রোজেন-হাইড্রোজেন ফিউশন বিক্রিয়ায় হিলিয়াম তৈরি হয়। অর্থাৎ দুটো হাইড্রোজেনের নিউক্লিয়াস যুক্ত হয়ে তৈরি হয় হিলিয়াম নিউক্লিয়াস।
সূর্যের আলো পৃথিবীতে এসে পৌঁছাতে সময় লাগে ৮ মিনিট ২০ সেকেন্ড। এই সময়ের মধ্যে আলো প্রায় ১৫ কোটি কিলোমিটার পথ পাড়ি দেয়। কারণ, আলো সেকেন্ডে ৩ লাখ কিলোমিটার বেগে ছোটে। সূর্যের করোনা অঞ্চলে পৌঁছেছে পার্কার নভোযান। ২০১৮ সালের ১২ আগস্ট এটি যাত্রা শুরু করে। সূর্যের সবচেয়ে কাছে পৌঁছা একমাত্র নভোযানও এটিই।
সূর্যের কোর বা কেন্দ্রের তাপমাত্রা ১৫০ কোটি ডিগ্রি সেলসিয়াস। সৌরপৃষ্ঠের তাপমাত্রা অবশ্য অনেক কম। ৫ হাজার ৫০০ ডিগ্রি সেলসিয়াস। সূর্যের বয়স প্রায় ৪৫০ কোটি বছর। এখন সূর্য আছে জীবনের মাঝামাঝি অবস্থায়। বিজ্ঞানীদের মতে, সূর্য আরও ৫০০ কোটি বছর এভাবেই থাকবে।
সৌরগঠনে সবচেয়ে বেশি অবদান হাইড্রোজেনের। শতকরা ৭১ ভাগ হাইড্রোজেন। তবে পরমাণুর ভিত্তিতে এটা আরও বেশি। প্রায় ৯১ ভাগ। সৌরজগতের গ্রহ ৮টি। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, শনি, বৃহস্পতি, ইউরেনাস ও নেপচুন। প্লুটোকে একসময় গ্রহ হিসেবে গণ্য করা হতো। কিন্তু এটিকে এখন বামন গ্রহ বলা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।