বিনোদন ডেস্ক : গেল বছর থেকে নানা কারণে খবরের শিরোনামে ছিলেন মডেল-অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা ও কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জী। বিয়ের পর এই দুই তারকা ব্যস্ত হয়ে পড়েছেন নিজ নিজ কাজে। সৃজিত মন দিয়েছেন সিনেমা নির্মাণে আর মিথিলাও ব্যস্ত হয়ে পড়েছেন পড়াশোনা ও নিজের কাজ নিয়ে।
এত ব্যস্ততার ফাঁকেও দুই দেশের এই দুই তারকা সদ্যই একসঙ্গে হাজির হয়েছিলেন বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের স্টুডিওতে। সেখানে প্রথমবারের মতো স্বামী সৃজিত মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন মিথিলা।
এপিসোডটির নাম ‘আমার আমি-আমার স্বামী’। এপিসোডে মিথিলার নেয়া সৃজিতের সাক্ষাৎকারটি প্রচার হবে আসছে বিশ্ব ভালোবাসা দিবসের দিনে। সাক্ষাৎকার শেষে শুটিং ফ্লোর থেকেই দুজনের একসঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন সৃজিত-মিথিলা। জানা গেছে, সাক্ষাৎকারে সৃজিতের অনেক গোপন তথ্য জেনেছেন মিথিলা।
উল্লেখ্য, এক বছরেরও বেশি সময় প্রেমের সম্পর্কে থাকার পর গত ৬ ডিসেম্বর সৃজিতকে বিয়ে করেন মিথিলা। বিয়ের আসর বসেছিল কলকাতায় সৃজিতদের বাড়িতে। সেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা এবং কাছের কয়েকজন আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব। বিয়ের পর দিনই নব দম্পতি হানিমুন করতে উড়ে যান সুইজারল্যান্ডে। এটি মিথিলার দ্বিতীয় বিয়ে। তার প্রথম ও সাবেক স্বামী বাংলাদেশি গায়ক ও অভিনেতা তাহসান রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



