জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আলোচিত উমানাথপুর গ্রাম অবশেষে বিক্রি হলো ১৫ লাখ টাকায়। মাত্র চারজনের বসবাস থাকা এই গ্রামটি স্থানীয় আব্দুল মন্নাছের কাছে বিক্রি করেন পূর্বের মালিক মো. সিরাজুল হক সরকার। বুধবার (২৬ মার্চ) বিকেলে এই ঘটনার প্রকাশ ঘটে বলে জানিয়েছেন এলাকাবাসী।
সিরাজুল হক সরকার জানান, তার এত বড় বাড়ির প্রয়োজন নেই। তাই তিনি এটি ভালো দামে বিক্রি করে পাশের গ্রামে কম দামে জমি কিনেছেন এবং সেখানে নতুন বাড়ি নির্মাণ করে বসবাস করবেন। তিনি বলেন, ‘এটা বলতে পারেন, এখন যারা থাকবেন, তারা ভাগ্যবান। প্রায় ৬০ বছরের ইতি টানলাম।’
নতুন মালিক আব্দুল মন্নাছ পাশের উদয়রামপুর গ্রামের বাসিন্দা। তার ছেলে মোস্তফা কামাল জানান, তাদের পরিবারের সবাই নতুন বাড়িতে উঠে গেছেন এবং তারা খুবই খুশি। তিনি বলেন, ‘এটা শুধু বাড়ি নয়, একটা গ্রামের পরিচয়।’
উমানাথপুর গ্রামটি ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নে অবস্থিত। এটি মূলত ২৫ শতক জমির ওপর গড়ে ওঠা একটি বসতভিটা, যেখানে ছিল দুটি বসতঘর, একটি গোয়ালঘর, একটি ছোট পুকুর, একটি টয়লেট এবং বিভিন্ন প্রজাতির গাছপালা। এই জমির মালিকানা ছিল মো. সিরাজুল হক সরকারের। কাগজে-কলমে এই বাড়িটিই একটি গ্রাম হিসেবে পরিচিত।
গ্রামটির চারপাশে রয়েছে- উত্তরে রামগোবিন্দপুর, দক্ষিণে হরিপুর, পূর্বে উদয়রামপুর এবং পশ্চিমে রামগোবিন্দপুর ও হরিপুর গ্রাম। প্রায় চার মাস আগে গ্রামটি বিক্রির চুক্তি সম্পন্ন হয় এবং এক সপ্তাহ আগে আনুষ্ঠানিকভাবে নতুন মালিক দখল বুঝে নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই বিরল ঘটনা সামনে আসার পর উমানাথপুর গ্রামটি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।