সেই গান এবার ভিডিওতে এল

বিনোদন ডেস্ক : গানের অ্যালবামের কথা এখন হয়তো ভুলেই গেছেন মানুষজন। এখন সিডি প্রকাশ হয়েছে- এমন খবর শুনলেই চমকে ওঠা ছাড়া উপায় নেই। কিন্তু কণ্ঠশিল্পী মাহবুব রিয়াজ সে ঘটনা ঘটিয়েছিলেন মাত্র তিন বছর আগে। এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজের প্রথম একক অ্যালবাম প্রকাশ করেন।

সিডি থেকে সে গানগুলো সোশ্যাল প্ল্যাটফর্মেও নেওয়া হয়েছিল। মানুষজন এখনবো শুনছেন সেসব গান। তবে নতুন খবর হলো, সেই গান থেকে নির্বাচিত একটি গানের ভিডিও বানানো হয়েছে। গত সন্ধ্যায় গানটি প্রকাশ করা হয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে।

এই গানে মডেল হয়েছেন মাহবুব রিয়াজ ও শিউলি আহমেদ।

‘মন খারাপের হাওয়া’ নামের অ্যালবামে ক্লাসিক ঘরানার ৬ টি গান ছিল। সেখান থেকে ‘সারাদিন তোমায় ভেবে’ নামের গানের ভিডিও বানানো হয়। ভিডিও নির্মাণ করেছেন রাজা বশির।

গানের কথা লিখেছেন ও সুর করেছেন গৌতম ঘোষাল। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল।

মাহবুব রিয়াজ কালের কণ্ঠকে বলেন, ‘অ্যালবাম প্রকাশের পর বেশ কয়েকটি গান শ্রোতারা গ্রহণ করলো। এরমধ্যে মনে হলো স্ট্রিমিং যুগে ভিডিও না করলে এর ব্যাপকতা হয় না। সে জায়গা থেকেই ভিডিও করা হলো।’

তিনি বলেন, ‘যারা এই সময়টায় এসে বলেন, ভালো গান হয় না- তাদের জন্যই মূলত এই গান। আমি তাদের একবার অনুরোধ করবো, আপনাদের এই সময়ের গান ভালো লাগে না- ঠিক আছে কিন্তু সামান্য সময় খরচ করে গান শুনুন।’

ভিডিওসহ গানটি মুক্তি দেওয়া হয়েছে মাহবুব রিয়াজের নিজস্ব অফিশিয়াল ইউটিউব চ্যানেল মাহবুব রিয়াজ ক্রিয়েশন-এ।

New Bangla Song 2023| Saradin Tomay Vebe |  Mahbub Riaz |  Shiuly Ahmed | Goutam Ghosal|Raja Bashir|