Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে নোঙরকারী প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসে আরও ৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জাহাজটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৫৪ জনে।
এরইমধ্যে ৪০ মার্কিনীসহ জাহাজটির সাড়ে ৪শ মানুষই আক্রান্ত ভাইরাসে। সোমবার ৩৪০ মার্কিনীকে ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পথ ধরে জাহাজ থেকে নিজ নাগরিকদের ফিরিয়ে নেয়ার কাজ শুরু করেছে কানাডা।
এদিকে করোনাভাইরাসে চীনে আরও ৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৮৬৮ জনে। আর এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন, ৭২ হাজার ৪৩৬ জন। এরমধ্যে প্রায় দুই হাজার স্বাস্থ্যকর্মীও রয়েছেন।
তাইওয়ানে নতুন করে আরও দুজন করোনায় আক্রান্ত হয়েছেন। বাতিল করা হয়েছে, টোকিওর ম্যারাথন প্রতিযোগিতা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মোট আক্রান্তের ১৪ ভাগ নিউমোনিয়ার মতো মারাত্মক জটিলতায় ভুগছেন। সূত্র: পিবিএ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।