Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home সেই দিন গুলশানে ওষুধের দোকানের সামনে জন্ম ‘হাওয়া’র!
    বিনোদন

    সেই দিন গুলশানে ওষুধের দোকানের সামনে জন্ম ‘হাওয়া’র!

    Sibbir OsmanJuly 26, 20223 Mins Read
    Advertisement

    বিনোদন ডেস্ক: ‘পরাণ’ জ্বরে এখনও ভুগছে দর্শক, তবে নতুন করে কাঁপার কারণ হচ্ছে ‘হাওয়া’। দিন যতো গড়াচ্ছে, বাড়ছে ততো গতি। মেজবাউর রহমান সুমনের এই ছবিটি মুক্তি পাচ্ছে ২৯ জুলাই।

    এরমধ্যে গান সুপারহিট। প্রশংসিত ট্রেলার-পোস্টার। দেশের অধিকাংশ মাল্টিপ্লেক্সে ছবিটির আগাম টিকিটও শেষ প্রায়! এই পর্যায়ে নির্মাতা জানালেন তার ভেতর ‘হাওয়া’ জন্মের গল্প।

    সুমন বলেন, ‘বেশ কয়েক বছর আগে আমি একদিন গুলশানে এক ওষুধের দোকানে যাই। অষুধ কিনবো এমন সময় কয়েকজন বেদেনী আমাকে এসে ঘিরে ফেলে! টাকা চায়। তাদের হাতে ছোট ছোট বাক্স। অনুমান করতে পারি ওগুলোতে সাপ। আমি আসলে তখন ঘাবড়ে যাই। কেন জানি ভয় পেয়ে যাই। ফলে ওয়ালেট খুলে টাকা যে দেবো, সেই শক্তি বা সাহসটুকুও হারাই। মুহূর্তে দৌড়ে আমি পার্কিংয়ে রাখা গাড়িতে উঠে বসি। এরপর ওরা আমার ড্রাইভিং সিটের পাশে এসে গ্লাসের কাছে দাঁড়ায়। হাত পাতে। আমি তখন ওয়ালেট থেকে টাকা বের করে পাশের সিটে রাখি। ওরা ঘুরে ওপাশে গিয়ে গ্লাসের ফাঁক দিয়ে টাকাটা নিয়ে চলে যায়।’

    না, ‘হাওয়া’ মোটেই এমন হরার বা ভয়ের কোনও গল্প নয়। যদিও সেদিনের ঐ ঘটনা বা ভয় থেকেই মেজবাউর রহমান সুমনের মাথায় নতুন একটা ‘হাওয়া’ ঢোকে।

    সুমন বলেন, ‘‘সেদিন এই ঘটনার পর বাসায় ফিরতে ফিরকে আমি আসলে নতুন একটা ভাবনায় ডুবে যাই। ভেতরে নতুন একটা হাওয়া অনুভব করি। সেটা মোটেই ভয়ের নয়, যদিও আমি সেদিন খুব ভয় পেয়েছিলাম। কিন্তু সেই ভয়টা পরক্ষণেই চাপা পড়ে যায় অন্য চিন্তায়। আমার মাথায় আসে, এই বেদেনীরা তো এভাবে মানুষকে ভয় দেখিয়ে এই অভিজাত শহরে ভিক্ষা করার কথা নয়। তারা তো সাপের খেলা দেখানোর কথা। সাপের বিষ বিক্রির কথা। কিংবা চুড়ি-ফিতা বিক্রি করার কথা। অথবা বীণ বাজানোর কথা। নৌকায় নৌকায় ঘুরে বেড়ানোর কথা। অথচ তারা সেসব ছেড়ে উঠে এলো শহরে। উঠে এলো মানে, তারা আসলে বাঁচার জন্য সাপটাকে এখন অস্ত্র হিসেবে ব্যবহার করছে। অথচ এই সাপ তাদের প্রার্থনার বিষয় ছিলো। কারণ তারা তাদের আসল জীবনে আর টিকতে পারছে না বলেই এমনটা হচ্ছে। এই ভাবনা থেকে ‘হাওয়ার’ প্লট আসে মাথায়।’’
    হাওয়া
    কিন্তু ‘হাওয়া’ তো সমুদ্রের গল্প, মূলত জেলেজীবন। অথচ বলছেন এর জন্ম বেদেনী ও ভয় থেকে। জবাবে সুমন বলেন, ‘এটা আসলে বেদেনী বা জেলের গল্পও নয়। এটা আসলে বিলীন হয়ে যাওয়ার গল্প। সেই বেদেনী প্লটটাকে ফিশিং বোটে নিয়ে যাই। ফলে গল্পের ফিলোসপিটা একই আছে। এবং জেলেজীবনের পাশাপাশি বেদেনীর গল্পটাও কিন্তু আছে।’

    আর এই বেদেনী চরিত্রে দেখা যাবে দেশের অন্যতম গ্ল্যামারাস মডেল-অভিনেত্রী নাজিফা তুষিকে। সঙ্গে জেলে চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন, সুমন আনোয়ার প্রমুখ।

    গল্পটা বেদেনী ও জেলেকেন্দ্রিক। অথচ ছবির নাম ‘হাওয়া’! এর জবাবে নির্মাতা সুমন বলেন, ‘‘এই ছবিতে প্রেম আছে, তবে সেটাকে গ্লোরিফাই করিনি। উল্টো প্রেমের উদয় হতে গেলে সেটাকে চেপে ধরার চেষ্টা করেছি। এই চেপে ধরার ভেতর যে প্রেমময় হাওয়া বা উষ্ণতাটুকু রয়েছে- সেটাই আমাদের ছবি। আমরা জীবন ও সম্পর্কের ভেতরের হাওয়াটুকু ধরতে চেয়েছি। এজন্যই ছবিটির নাম রেখেছি ‘হাওয়া’।’’

    মঙ্গলবার (২৬ জুলাই) জানা যায়, রাজধানীর শ্যামলী কমপ্লেক্স, সিরাজগঞ্জের রুটস সিনেক্লাব-এ ‘হাওয়া’ মুক্তির প্রথম ৩ দিনের টিকিট বিক্রি হয়ে গেছে! আজ (মঙ্গলবার) থেকে কেরানীগঞ্জের লায়ন ও চট্টগ্রামের সুগন্ধাতেও অগ্রিম টিকিট বিক্রি শুরু হলো।

    ঢাকার স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, কাল (বুধবার) থেকে তারাও অগ্রিম টিকিট ছাড়ছে। তাদের সবগুলো শাখায় ‘হাওয়া’ চলবে। একই দিন অগ্রিম টিকিট ছাড়বে চট্টগ্রামের সিলভার স্ক্রিন ও সিনেমা প্যালেস।

    সান কমিউনিকেশনের প্রযোজনায় ‘হাওয়া’ পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। এখন পর্যন্ত ২৭টি সিনেমা হল চূড়ান্ত হয়েছে। দর্শক চাহিদা থাকলেও হলের পরিবেশ ও সাউন্ড কোয়ালিটি বিবেচনা করে বড় পরিসরে প্রথম সপ্তাহে ছবিটি মুক্তি দিতে নারাজ নির্মাতা।

    স্কুল লাইফেই যা উপর ক্রাশ খেয়েছিলেন, জানালেন দিশা পাটানি

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ওষুধের গুলশানে জন্ম দিন দোকানের বিনোদন সামনে সেই হাওয়ার
    Related Posts

    নতুন ওয়েব সিরিজ ‘লাভ ইন গোয়া’ কাঁপাচ্ছে নেট দুনিয়া!

    September 12, 2025
    মডেল হুমাইরা

    মডেল হুমাইরা আসগারের রহস্যজনক মৃত্যু, রক্তের দাগে বাড়ছে রহস্য

    September 12, 2025
    ফরিদা পারভীন

    সংগীতশিল্পী ফরিদা পারভীনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে, অবস্থা আশঙ্কাজনক

    September 12, 2025
    সর্বশেষ খবর
    দেশ ছাড়তে

    সার্বিয়ার ছাত্র আন্দোলনে সমর্থন, শেষ পর্যন্ত দেশ ছাড়তে হলো জকোভিচকে

    ওজন

    বিয়ের পর ওজন বেড়ে যাওয়ার সাধারণ কারণ ও সমাধান

    নতুন ওয়েব সিরিজ ‘লাভ ইন গোয়া’ কাঁপাচ্ছে নেট দুনিয়া!

    JU

    জাকসুর ভোট গণনা শেষ হতে পারে যখন

    মডেল হুমাইরা

    মডেল হুমাইরা আসগারের রহস্যজনক মৃত্যু, রক্তের দাগে বাড়ছে রহস্য

    নির্বাচন

    ডাকসুর মতোই জাতীয় নির্বাচন হবে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর

    নিয়োগ

    ৫পদে ১২৪ জনকে নিয়োগ দেবে ভূমি মন্ত্রণালয়

    জুমার দিন

    যেসব আমলে জুমার দিনে গুনাহ মাফ হয়

    ফরিদা পারভীন

    সংগীতশিল্পী ফরিদা পারভীনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে, অবস্থা আশঙ্কাজনক

    প্রতিনিধি দল

    টোকিওতে পৌঁছাল এনসিপি প্রতিনিধি দল, প্রবাসীদের উষ্ণ অভ্যর্থনা

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.