Advertisement
স্পোর্টস ডেস্ক : এবার নিজেদের সেরা দুই তারকাকে বিক্রি করে দিতে যাচ্ছে ম্যানসিটি। নিজেদের দলের দুই সেরা তারকা সানে এবং জেসুসকে বিক্রি করে দিতে যাচ্ছে এই দুই দল।
আর এই নতুন করে সাজানোর পরিকল্পনা হিসেবে তারা গ্যাব্রিয়েল জেসুসকে বিক্রি করে দিবে। তাকে বিক্রি করে নতুন মৌসুমে দল সাজানোর জন্য টাকা আয় করার চিন্তা করছে তারা। ম্যানসিটির হয়ে ১২৪টি ম্যাচ খেলেছে গ্যাব্রিয়েল জেসুস। গোল করেছে ৫৬টি। খুব একটা মন্দ ছিল না তার পারফর্মেন্স। তবে সার্জিও অ্যাগুয়েরুর অনুপুস্থিতিতে ম্যানসিটিকে সামনে থেকে যেভাবে নেতৃত্ব দেয়ার দরকার ছিল সেভাবে পারেনি জেসুস। আর সেটাই কাল হয়েছে তার জন্য।
লিরয় সানেও আগামী মৌসুমে ছাড়তে পারে ক্লাব। সেটাও ক্লাবের নতুন মৌসুমে দল সাজানোর জন্য টাকার পরিমানটা বাড়ানোর জন্যই। আর এই জন্যই এই দুই তারকাকে বিক্রি করে দিতে যাচ্ছে ম্যানসিটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।