বিনোদন ডেস্ক : বিয়ে কিংবা বিবাহবার্ষিকী কোনটাই নয় তবুও বিয়ের সাজে সাজলেন বলিউড তারকা কাজল। পরলেন নিজের বিয়ের শাড়িটিই। সেটা অবশ্য স্বামী অজয় দেবগণের জন্যই।
নতুন বছরের শুরুতেই অর্থাৎ ১০ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে এই তারকা দম্পতি অভিনীত ছবি ‘তানহাজি: দ্য আনসাঙ ওয়ারিয়র’। এ ছবিতে কাজল ও অজয়কে আবারও দেখা যাবে স্বামী-স্ত্রীর ভূমিকায়। ঐতিহাসিক কাহিনির এই ছবিতে তানহাজি চরিত্রে অভিনয় করছেন অজয়, স্ত্রী সাবিত্রী বাঈ মালুসরের চরিত্রে দেখা যাবে কাজলকে। ছবিটার প্রচারণার সময় এ নিয়ে উঠে এসেছে নানা কথা।
কাজল জানিয়েছেন, এই ছবির জন্যই নওয়ারি শাড়ি পরেছেন তিনি। এ রকম সাজে শেষ সেজেছিলেন বিয়ের সময়। বিয়ের পর দ্বিতীয়বারের মতো কাজল এ শাড়ি পরলেন।
যা হোক, পর্দায় আবার কাজল-অজয় জুটি। ভক্তদের পাশাপাশি উৎসাহের সীমা নেই এই তারকা যুগলেরও। এ প্রসঙ্গে কাজল বলেন, ‘এই ছবিতে আমাকে নেওয়ার জন্য অজয়ই সবচেয়ে বেশি উৎসাহিত ছিল। সে এসে বলল, সই করো, আমি করে দিলাম। তবে আমার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল। মজা করে বলছিল, তুমি ছবিটা করলে একজন অভিনেতার পারিশ্রমিকের টাকা বেঁচে যাবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।