সেই ভিডিও নিয়ে এবার মুখ খুললেন মেহজাবীন

বিনোদন ডেস্ক : সম্প্রতি ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়েছে অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর একটি ভিডিও। যাতে দেখা গেছে, ঢাকার একটি বিপণিবিতানে পরিচালক আদনান আল রাজীবের হাত ধরে হাঁটছেন মেহজাবিন। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে কোনো কথা বলছিলেন না তিনি। অবশেষে মুখ খুললেন মেহজাবিন। জানালেন, রাজীবের সঙ্গে ভাইরাল সেই ভিডিওটি নিয়ে।
mehejabin-1910
মেহজাবিন বলেন, ‘প্রকাশিত ভিডিওটি আমিও দেখেছি। আমি কেবল একজন মানুষের হাত ধরেছি। এটা তো তেমন কিছু না। গত শুক্রবার বিকেলে আমরা মার্কেটে গিয়েছিলাম। ভক্তদের কেউ সেখান থেকে ভিডিওটি করে হয়তো ইন্টারনেটে আপলোড করেছে। এ নিয়ে তেমন কিছু বলার নেই।’

বন্ধুদের সঙ্গে হাঁটতে গেলে সবার সঙ্গে যেন তাল মিলিয়ে হাঁটতে পারেন সে চেষ্টা থাকে মেহজাবিনের। যেন অন্যদের চেয়ে পেছনে না পড়ে যান। তাই পাশে যে বন্ধু থাকে তার হাত ধরে হাঁটেন তিনি। রাজীবের হাত ধরে হাঁটার বিষয়টিকে তেমন মনে করলেই হয়। এটা কোনো ব্যাপার না বলেই মন্তব্য মেহজাবিনের।

এর আগেও নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জন উঠেছিলো মেহজাবিনের। সে সময় তাদের সম্পর্ককে স্রেফ বন্ধুত্ব বলেই উড়িয়ে দিয়েছিলেন মেহজাবিন। সম্পর্কের বিষয়টা উড়িয়ে দিলেন এবারও।

মেহজাবিন বলেন, আমার জীবনে কিন্তু কাছের মানুষ অল্প কয়েকজন। ঘুরেফিরে এই কয়েকজন মানুষের সঙ্গে আমাকে দেখা যাবে। আগামী ১০ কিংবা ২০ বছর এই কয়েকজনকেই সবাই আমার আশপাশে দেখতে পাবেন। বিনোদন অঙ্গনে ফ্রেন্ড সার্কেল খুবই ছোট।

সেই ছোট ফ্রেন্ড সার্কেলের মধ্যে থেকে বার বার কেন একই নির্মাতার সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জন উঠছে- এমন প্রশ্নের উত্তরে মেহজাবিন বলেন, কেন হয় তা তো বলতে পারব না। মানুষ কথা বলতে পছন্দ করছে। এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। বলছে, বলুক। কোনো সমস্যা নেই। তবে দর্শকদের আগেও বলেছি এখনও বলছি, বিয়েশাদি আল্লাহর হাতে। যেদিন আমার বিয়ে হবে বা করব, সেদিন সবাইকে জানিয়েই করব। তার আগে এটা নিয়ে কোনো কথা বলব না। এই যেমন কবে হবে, কী করব বিয়েতে, কাকে করব—এগুলোর কোনো উত্তর এখনই দিতে চাই না।

এদিকে নাটকের অভিনয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন মেহজাবিন। সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন বলে জানালেন নাটকের জনপ্রিয় এ তারকা।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *