সেই যুবককে খুঁজছে আইসিসি!

স্পোর্টস ডেস্ক: আগামী ৩০ মে পর্দা উঠছে এবারের বিশ্বকাপের। আর আসন্ন বিশ্বকাপকে সামনে ভক্ত-সমর্থকদের উত্তেজনা বেড়েই যাচ্ছে। নিজেদের পছন্দের দেশের প্রতি ভালোবাসা দেখিয়ে যাচ্ছেন ভক্তরা। এবার সেই ভালোবাসায় প্রকাশ করলেন আফগানিস্তানের এক যুবক। যিনি কিনা ঘাস দিয়েই বিশ্বকাপের ট্রফি বানিয়েছেন। ২০১৫ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেয় আফগানিস্তান। সেবার থেকেই দেশটি ক্রিকেট উন্মাদনায় মেতে আছে।

এবার সেই দেশের এক সমর্থক ভালোবাসা থেকেই ঘাস দিয়ে বিশ্বকাপ ট্রফি বানিয়েছেন। যা তাকে রীতিমত তারকা বানিয়ে দিয়েছে। সেই যুবককে খুঁজছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সেই ছবি পোষ্ট করে তারা ক্যাপশনে লিখেছে, ‘আমরা এটা দারুণ পছন্দ করেছি। আফগানিস্তানের এক সমর্থক শুধু ঘাস দিয়ে এই দারুণ বিশ্বকাপ ট্রিফিটি বানিয়েছে এবং আমরা তাকে খুঁজছি যিনি এটা বানিয়েছেন।’