নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মামুন শিকদারকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
গাজীপুর জেলা যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের স্বার্থবিরোধী কার্যক্রমের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। ভবিষ্যতে মামুন শিকদার যুবদলের কোনো কার্যক্রমে যুক্ত থাকতে পারবেন না এবং দলীয় কর্মকাণ্ডে তার সাথে যোগাযোগ করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে গাজীপুর জেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান মোল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসির আকরাম পলাশ এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন বেপারীর যৌথ স্বাক্ষরিত নোটিশ জারি করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার (৩০ নভেম্বর) বিকেলে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা এলাকায় একটি মামলায় সম্পৃক্ততার অভিযোগে গাজীপুর সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজু আহমেদকে পুলিশ আটক করে। এ সময় ভাওয়ালগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মামুন শিকদার পুলিশের গাড়ি থেকে রাজু আহমেদকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার পর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে মামুন শিকদারকে তিন দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।
পরে, সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কারাদেশ জারি করা হয়।
গাজীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড: যুবলীগ নেতা গ্রেপ্তার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।