নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরের জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক তোফায়েল আহমেদ তিন দিনের ছুটি নিয়ে ৪২ দিন ধরে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আবেদন করা হয়েছে।
বুধবার (৬ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এই আবেদন করেন ওই কলেজের অধ্যক্ষ সুফিয়া বেগম।
সুফিয়া বেগম বলেন, প্রভাষক তোফায়েল আহমেদ তিন দিনের ছুটি নিয়েছিলেন। পরে ৪২ দিন পার হয়ে গেলেও তিনি আর কলেজে আসেননি। একপর্যায়ে কলেজ দপ্তরীর মাধ্যমে তিনটি শোকজ নোটিশ পাঠানো হয়।
‘কোনো নোটিশের জবাব না পেয়ে ডাকযোগে নোটিশ পাঠানো হয়। সেখানে তার স্বজনেরা লিখে দেন, তোফায়েল আহমেদ দেশের বাহিরে থাকায় চিঠি গ্রহণ করা হয়নি।’ – যোগ করেন তিনি।
সুফিয়া বেগম আরও বলেন, শিক্ষক তোফায়েল আহমেদের কোনো সারা না পেয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আবেদন করা হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ জানায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ ২০১৬ সালে জাতীয়করণ করা হয়।
কলেজের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে প্রথম বর্ষে দুইশ, দ্বিতীয় বর্ষে প্রায় দেড়শ এবং ডিগ্রীতে প্রায় দেড়শ শিক্ষার্থী রয়েছে। ওই বিষয়ের একমাত্র প্রভাষক তোফায়েল আহমেদ। গত ২০ জানুয়ারি তিনি কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে তিন দিনের ছুটি নেন। এরপর থেকেই অনুপস্থিত রয়েছেন।
এর আগে, এ নিয়ে দেশের বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হলে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এরপরই উদ্যোগী হয় কলেজ কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।