জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরের কেওডালা এলাকায় গুদামে মজুদকৃত ১২শ’ বস্তা চালের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি যুবলীগ নেতা জাবেদ ভূঁইয়া। বিনা কারণে বিপুল পরিমাণ চাল মজুদের বৈধতা প্রমাণ ও কাজগপত্র দাখিলের জন্য উপজেলা প্রশাসন থেকে একদিনের সময় বেঁধে দেয়া হয়েছিল। এ ঘটনায় আইনি প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে উপজেলা প্রশাসন। চলছে মামলার প্রস্তুতিও।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করে বন্দর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, চাল মজুদকারী যুবলীগ নেতা এখন পর্যন্ত কোনো ধরণের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা একদিনের সময় দিলেও তিনি সেটা অমান্য করেছেন। তার কাগজপত্র নিয়ে দেখা করার কথা থাকলেও তিনি নিজে সশরীরে থানায় আসেননি। উপজেলা প্রশাসনের সাথেও দেখা করেননি। অনেকটা আত্মগোপন করেই আছেন তিনি। এতে বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে।
থানা পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, আমরা নিজেরাও বিষয়টি তদন্ত করে দেখেছি। ত্রাণ দেবার জন্য এতোগুলো বস্তা চাল মজুদ করে রাখার কথা তিনি দাবি করলেও এর সত্যতা মিলছে না। উপজেলা প্রশাসন থেকে দেয়া একদিন সময়ও অতিবাহিত হয়ে গেছে। আগামীকাল উপজেলা প্রশাসন নির্দেশ দিলে আমরা মামলার ব্যাপারে প্রক্রিয়া শুরু করব। আমরা সেই প্রস্তুতিও নিচ্ছি।
এর আগে গত বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুল্কা সরকার বন্দর থানা পুলিশ নিয়ে মদনপুর কেওডালা হায়দার নিট কম্পোজিটের একটি গুদামে অভিযান চালিয়ে ১২শ’ বস্তা চাল জব্দ করেন। একই সাথে গুদামটিও সিলগালা করে দেন ইউএনও।
ওই রাতেই ইউএনও শুক্লা সরকার চাল মজুদকারি ব্যক্তি স্থানীয় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ ভূঁইয়াকে চাল ক্রয়ের বৈধ কাগজপত্র দেখাতে একদিনের সময় বেঁধে দেন। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা তিনি জানিয়ে দেন।-সময় নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।