সেকেন্ডটাইমে পরীক্ষা দেওয়া প্রার্থীদের ২ নম্বর কর্তন করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত)। ইউনিভার্সিটির প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে অর্জিত স্কোর থেকে ২ (দুই) বিয়োগ করে মেধাস্কোর নির্ণয় করা হবে। মেধাস্কোর ও মেধাক্রমে বলা হয়, মোট ১২০ (MCQ ১০০, মাধ্যমিক/ সমমান: ১০, উচ্চ মাধ্যমিক / সমমান। ১০) নম্বরের ভিত্তিতে পরীক্ষার্থীদের মেধা তালিকা তৈরি করা হবে।
এজন্য শিক্ষার্থীদের মাধ্যমিক / সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-কে ২ দিয়ে এবং উচ্চ মাধ্যমিক / সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-কে ২ দিয়ে গুণ করে এই দুইয়ের যোগফল ১০০ নম্বরের MCQ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে যোগ করে মোট ১২০ নম্বরের উপর পরীক্ষার্থীর মেধাস্কোর তৈরি করা হবে। ২০২৩ সালের HSC/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে অর্জিত স্কোর হতে ২ (দুই) বিয়োগ করে মেধাস্কোর নির্ণয় করা হবে।
দুই বা ততোধিক প্রার্থীর মেধাস্কোর অভিন্ন হলে ভর্তি-পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারিত হবে। এ ক্ষেত্রে স্কোর সমান পাওয়া গেলে প্রার্থীদের ভর্তি-পরীক্ষায় বাংলা এবং ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরের গড়ের ভিত্তিতে মেধাক্রম নির্ধারিত হবে। এরপরও স্কোর সমান হলে পর্যায়ক্রমে নিম্নলিলিখিত মানদন্ডের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (প্রস্তাবিত) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে আজ রবিবার থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, চলবে ১০ আগস্ট পর্যন্ত। কলা ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি হতে পারবেন ভর্তিচ্ছুরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।