বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : শখ কিংবা প্রয়োজনে অনেকেই মোটরসাইকেল কেনেন। তাদের সাধ্য আছে তারা নতুন কেনেন। যাদের বাজেট কম তারা সেকেন্ড হ্যান্ড বা পুরনো কেনেন। ব্যবহৃত মোটরসাইকেল কেনার আগে অনেকগুলো বিষয় খতিয়ে দেখতে হয়। না হলে ঠকে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কেনার টিপস
দেখে নিন মোটর বাইকটির বাইরের অবস্থা অর্থাৎ ফ্রেম, ইঞ্জিন কভার, পেইন্ট। ভালোভাবে পরীক্ষা করুন। সঙ্গে স্ক্র্যাচ, ডেন্ট বা মরিচা পড়া অংশগুলোও দেখে নিন ভালো করে।
ইঞ্জিনটি স্টার্ট দিয়ে তার শব্দ, স্টার্টের প্রক্রিয়া, ইঞ্জিনে কোন লিকেজ আছে কিনা পরীক্ষা করুন। বাইক চলানোর সময় অস্বাভাবিক কোন শব্দ বা ভাঙা অংশ দেখলে সতর্ক থাকুন।
বাইকের মাইলেজ চেক এবং কতদিন ব্যবহৃত হয়েছে তা সঠিক ভাবে যাচাই করুন। অতিরিক্ত মাইলেজ এর বাইক বা খুব পুরনো বাইক কেনার ক্ষেত্রে অধিক খরচ যেমন হতে পারে, ঠকারও ভয় থাকে।
বাইকের সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র, যেমন রেজিস্ট্রেশন সার্টিফিকেট, পলিউশন সার্টিফিকেট, কেস আছে কিনা কোন তা যাচাই করে নিন। সঠিক কাগজপত্র না থাকলে ভবিষ্যতে রাস্তায় সমস্যা হতে পারে মনে রাখবেন।
Realme Narzo N65 5G: দুর্দান্ত ফিচারের ফোনটিতে চলছে বিশাল অফার!
টায়ারের অবস্থা এবং সাসপেনশনের অবস্থা পরীক্ষা করুন। ব্রেকের কার্যকারিতা এবং সব লাইট যেমন হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর সঠিকভাবে কাজ করছে কিনা দেখে নিন। করুন। সঙ্গে করুন বাইকটির বর্তমান বাজার মূল্য যাচাই, খুব কম দামে বাইক বিক্রি হলে বিষয়টি সন্দেহজনক।
এই বিষয়গুলো একবার খতিয়ে দেখে কিনতে পারবেন সেকেন্ড হ্যান্ড দুই চাকার মোটরবাইক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।