জুমবাংলা ডেস্ক: মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।
আজ এক শোক বার্তায় তিনি প্রয়াত আবু ওসমান চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে স্বাধীনতা সংগ্রামের এক বীর সেনানীর জীবনাবসান হলো। মহান স্বাধীনতা যুদ্ধে আবু ওসমান চৌধুরীর বিরোচিত ভূমিকা বাংলাদেশ কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। দেশের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা ছিলো অনন্য উচ্চতায়। আবু ওসমান চৌধুরী আজীবন সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে মুক্তিযুদ্ধের স্বপক্ষে সংগ্রাম করেছেন। প্রয়াত সংগ্রামী আবু ওসমান চৌধুরী লেখালেখিতে অসাধারণ নৈপূণ্য দেখিয়েছেন।
মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


