স্পোর্টস ডেস্ক : ইতিহাস গড়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে উঠল বাংলাদেশ। মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে মাত্র চার উইকেট হারিয়েই নিউজিল্যান্ডের দেয়া ২১২ রানের লক্ষ্য ৫.৫ ওভার হাতে রেখেই টপকে গেছে জুনিয়র টাইগাররা। জয় করেছেন ঠিক ১০০ রান।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ম্যান অব দ্যা ম্যাচের ট্রফি নেয়ার সময় জয়ের মুখের হাসিটা বেশ চওড়া দেখাল। তাড়াহুড়ো না করে জয় শুধু ম্যাচের পরিস্থিতি বুঝে খেলতে চেয়েছিলেন বলেই জানালেন প্রশ্নের উত্তরে।
জয় বলেন, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করেছি। নিউজিল্যান্ড খুবই শক্ত দল। একটু সুযোগ দিলেই ওরা আরো ভয়ানক হতে পারত। আল্লাহকে ধন্যবাদ আমি পেরেছি। গত নিউজিল্যান্ড সিরিজে আমি একবার ৯৯ রানে আউট হয়েছিলাম, এবার ৯০ এ পৌঁছে সিঙ্গেল খেলার চেষ্টা করেছি। আশা করি ফাইনালেও আমরা ভালো করব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।