সেঞ্চুরি ছাড়াই বিশ্বরেকর্ড গড়লো সারে

স্পোর্টস ডেস্ক : কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডিভিশন ওয়ানের ম্যাচে মুখোমুখি হয়েছে সারে কাউন্টি ক্রিকেট ক্লাব এবং কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাব। ব্যাটিংয়ে নেমে সারের সব ব্যাটাররা মিলে স্কোরবোর্ডে তুলেছে ৬৭১ রানের বিশাল সংগ্রহ।

কিন্তু মজার ব্যাপার হলো সারের কোনো ব্যাটারের ব্যাট থেকে আসেনি সেঞ্চুরি। ১ম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি ছাড়া এটাই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। উল্টো নার্ভাস নাইন্টিজে বিদায় নিয়েছেন ৩ ব্যাটার। ৩ নার্ভাস নাইন্টিজসহ ৭ হাফ সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ৬৭১ রানে থামে সারের ইনিংস।

দলটির অধিনায়ক ররি বার্নস ৬৭১ রানে যখন ইনিংস ঘোষণা করেন, সেই সময়ই ১ম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরিহীন সর্বোচ্চ দলীয় সংগ্রহ দাঁড় করায় সারে। অবশ্য কাউন্টি ক্রিকেটে নিজেদের রেকর্ডটাকেই আবারও নতুন করে লেখে দলটি।

সারের ইনিংসে মোট ৭ ব্যাটারের ব্যাট থেকে আসে হাফ সেঞ্চুরি। ইনিংসে সর্বোচ্চ ৯৬ রান করেন ওলি পোপ। সারের হয়ে যে তিন ব্যাটার নার্ভাস নাইন্টিজে উইকেটে এসেছেন যথাক্রমে ৪, ৫ এবং ৬ নম্বর স্থানে। প্রথম শ্রেণির ক্রিকেটে টানা ৩ ব্যাটারের নব্বইয়ের ঘরের কাটা পড়ার ঘটনাও এই প্রথম।

এক নজরে দেখে নিন প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি ছাড়া সর্বোচ্চ রানের ৫টি ইনিংস-

৬৭১/৯ (ডিক্লে), সারে বনাম কেন্ট, ২০২২
৬০৯, নামিবিয়া বনাম উগান্ডা, ২০১০
৬০৫, মধ্য প্রদেশ বনাম হরিয়ানা, ১৯৯৯
৬০৩, সারে বনাম গ্লুস্টারশায়ার, ২০০৫
৫৮১, নটিংহ্যামশায়ার বনাম ডার্বিশায়ার, ১৮৯৯

টি-২০ টুর্নামেন্টের ফাইনালে জাহানারারা