স্পোর্টস ডেস্ক: বিসিএলে উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি শাহরিয়ার নাফিস। থিতু হয়ে ফিরেছিলেন শামসুর রহমান শুভ। দ্বিতীয় ইনিংসে সে ব্যর্থতা কাটালেন দক্ষিণাঞ্চলের এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান। উভয়ই পেয়েছেন সেঞ্চুরির দেখা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববার ম্যাচের তৃতীয় দিন সেঞ্চুরি পূর্ণ করেন আগের দিন অপরাজিত থাকা নাফিস-শামসুর। ঊনিশ রান নিয়ে ব্যাটিয়ে নামা ওপেনার নাফিস তিন অঙ্ক স্পর্শ করেন ২৩৮ বলে। এতে রয়েছে ১০টি চার। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটা তার ১৫তম সেঞ্চুরি।
সতীর্থ নাফিসের সেঞ্চুরি উদযাপনের রেশ না কাটতেই তিন অঙ্ক স্পর্শ করেন শামসুর। সেঞ্চুরি পূরণ করতে চার নম্বরে নামা এই ব্যাটসম্যান খেলেছেন ২১৮টি বল। হাঁকান ১০টি চার! প্রথম শ্রেণীর ক্রিকেটে এটা শামসুরের ১৯তম সেঞ্চুরি।
তবে সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেনি নাফিস-শামসু্রের জুটি। দুইজনকেই শিকার করেছেন পেসার আরিফুল ইসলাম। দলীয় ২২২ রানে উইকেট ছাড়ার সময় নাফিসের সংগ্রহ ছিল ২৫১ বলে বারো চারে ১১১ রান।
এদিকে দলীয় ২৪৩ রানে উইকেট ছাড়ার সময় বোল্ড হন শামসুর। প্যাভিলিয়নে ফেরার সময় তার নামের পাশে ছিল ২২২ বলে এগারো চারে ১০৯ রান।
নাফিস-শামসুরের জুটিতে আসে ২১১ রান। তাদের অসাধারণ ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহ পেতে যাচ্ছে দক্ষিণাঞ্চল। দলটির সংগ্রহ ৩ উইকেটে আড়াইশো ছুঁই ছুঁই। প্রথম ইনিংসে ৫৫ রানের লিড পাওয়া দলটির মোট লিড এরই মধ্যে তিনশো ছাড়িয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।