সিডনি প্রতিনিধি : ম্যাকফিল্ডসের ফ্রেন্ডলি সকার ক্লাব আয়োজিত বার্ষিক পিকনিক ও পারিবারিক মিলনমেলা রবিবার (২০ জুলাই) গ্লেনফিল্ডের সেডন পার্কে অনুষ্ঠিত হয়েছে।
কমিউনিটির প্রাণবন্ত অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে ২৫টিরও বেশি পরিবার এবং প্রায় ১৫০ জন উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিল অনেক শিশু-কিশোর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর এ্যাশ রহমান। এতে উপস্থিত ছিলেন ক্লাবের অন্যতম সদস্য আলম মোহাম্মদ, রেজাউল আনোয়ার, কামাল উদ্দিন, এমএন সাকিব, মোহাম্মদ মামুন, তারেক মোহাম্মদ আজিজ, সারোয়ার মোহাম্মদ হোসাইন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ রাসেল, হাজী মোহাম্মাদ দেলোয়ার,মোহাম্মদ ইমতিয়াজ রাসেল, সোহেল মোস্তাফা, নবীন রহমান, সিরাজুল ইসলাম, কবির লালন, শাহরিয়ার কবির, রাকিব শুভ,আজম আশরাফি,শফিকুল ইসলাম, ইহরাম ও অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানজুড়ে ছিল শিশুদের জন্য ১০০ মিটার দৌড়, মহিলাদের বালিশ বদলের খেলা এবং বড়দের জন্য “সকারুদের” মজার দৌড় প্রতিযোগিতা। প্রতিটি অংশগ্রহণকারীকে উপহার হিসেবে দেওয়া হয় টফি, যা স্পনসর করে স্টাডি অস্ট্রেলিয়া এডুকেশন অ্যান্ড ভিসার CEO হাজী মোহাম্মাদ দেলোয়ার।
ক্লাব সদস্য আলম মোহাম্মদ নিজ হাতে সুস্বাদু লাঞ্চ রান্না করেন, যা উপস্থিত সবাই উপভোগ করেন। সকারুদের স্ত্রীরা তৈরি করেন নানান রকমের সুস্বাদু ডেজার্ট, যা সবাইকে মুগ্ধ করে।
কাউন্সিলর এ্যাশ রহমান বলেন, ‘এই ক্লাব যেভাবে কমিউনিটিকে একত্রিত করছে, তা সত্যিই প্রশংসনীয়। এমন আয়োজন আমাদের সামাজিক বন্ধনকে মজবুত করে এবং স্বাস্থ্যকর জীবনধারার প্রতি উৎসাহিত করে। ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল এমন উদ্যোগের পাশে আছে, যা পরিবারকে একত্র করে এবং স্মরণীয় মুহূর্ত তৈরি করে।’
আয়োজক কমিটি তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সকল স্বেচ্ছাসেবকদের প্রতি, যাদের পরিশ্রমে আয়োজনটি সফল হয়েছে।
২০২০ সালে প্রতিষ্ঠিত ফ্রেন্ডলি সকার ক্লাব কমিউনিটির মধ্যে সৌহার্দ্য বাড়াতে এবং শারীরিক-মানসিক সুস্থতার লক্ষ্যে সাপ্তাহিক প্রীতি ম্যাচের আয়োজন করে আসছে। ক্লাবটি প্রতি সোমবার সন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত ম্যাককোয়ারি ফিল্ডস পার্কে খেলে থাকে। যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য এতে বিনামূল্যে অংশগ্রহণ করতে পারেন।
ঢাকায় সংবর্ধনা পেলেন ক্যাম্বেলটাউন সিটির কাউন্সিলর আশিকুর রহমান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।