জুমবাংলা ডেস্ক: স্বর্গের পদ্ম! এত অপূর্ব সুন্দর সুগন্ধি একটা ফুল, তার এমন নামকরণ হওয়াটাই সমীচীন। নাম আরো আছে তবে সেগুলো ঠিক এর সৌন্দর্যের সঙ্গে মানানসই না। চলতি নাম ‘সেতবা’।
এই ফুলের বৈজ্ঞানিক নাম Gustavia augusta.সুইডেনের রাজা তৃতীয় গুস্তাভাস (Gustavus III) এর নাম মিশে আছে এই ফুলের সঙ্গে । তৃতীয় গুস্তাভাস ছিলেন সুইডেনের এক রাজা। সুইডেনের এই রাজা এক রক্তক্ষয়ী বিদ্রোহে জয়ী হয়ে ১৭৭১ সালে রাজা হন। প্রজাদরদী এই রাজা রাজতন্ত্রের বহু কুফল দমন করে খুবই জনপ্রিয় হয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য ১৭৯২ সালে গুপ্ত ঘাতকের আক্রমনে তার মৃত্যু হয়।
গুস্তাভাস ছিলেন একজন পুষ্পপ্রেমী। তার মৃত্যুর পর এই গাছটি প্রজাদরদী এই রাজার নামে নামকরণ করা হয়। গুস্তাভিয়া সুগন্ধী ফুল। এর পাপড়ির বিন্যাস অনেকটা উদয় পদ্মের মতো। ফুলের সাতটি/আটটি পাপড়ির চারটি/পাঁচটি নিচে ও তিনটি উপরের দিকে থাকে। উপরের পাপড়িগুলি ফুলের কেন্দ্রে ফুলের গর্ভকে রক্ষা করে। মৌমাছি ও অন্য পতঙ্গে এর পরাগমিলন হয়। অসম্ভব কোমল এর পাপড়িগুলি, যিনি স্পর্শ করেননি, তাকে বোঝানো যাবেনা সেই অপূর্ব কোমল, পেলব অনুভূতি।
শান্তিনিকেতনে বেশ কয়েকটি গাছ আছে, তিন পাহাড়ের পাশের গাছটি ফুলে ফুলে ভরে আছে। যারা শান্তিনিকেতনে আছেন তারা একবার দেখে আসতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।