’সেদিন থেকে অনেক কথাই বলার অধিকার হারিয়েছি’

13জুমবাংলা ডেস্ক : জনগণের ট্যাক্সের টাকায় পাওয়া বেতনভুক্ত প্রজাতন্ত্রের সামান্যতম কর্মচারী হিসেবে যেদিন পুলিশের চাকরীতে ঢুকেছি, ঠিক সেদিন থেকেই দেশের একজন নাগরিক হিসেবে অনেক কথাই বলার অধিকার হারিয়েছি।

এদেশের একজন অতি সাধারণ নাগরিক হিসেবে সমসাময়িক কোন বিষয়ে তাই কিছু বলার জন্য নৈতিক আর মানসিকভাবে ব্যাপক আগ্রহ থাকলেও, জনগণের চাকর হিসেবে অবস্থানগত মর্যাদা আর পেশাগত বাধ্যবাধকতার কারণে তা আর সম্ভব হয় না।

আফসোস নিয়ে হয়তো এভাবেই মনের ভিতরটা কুড়ে কুড়ে শেষ হবে।
(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক : ভারপ্রাপ্ত কর্মকর্তা, সূত্রাপুর থানা, ডিএমপি।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *