আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সকল সংবাদমাধ্যমকে সামরিক অভিযান বা নিরাপত্তা বাহিনীর গতিবিধি নিয়ে সংবাদ প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। শনিবার (২৬ এপ্রিল) এ সংশ্লিষ্ট একটি পরামর্শ জারি করা হয়েছে।
এনডিটিভির এক প্রতিবেদন থেকে এমন তথ্য জানা যায়।
এদিকে, স্থানীয় সংবাদ সংস্থাগুলোর পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ক্ষেত্রেও একই নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা এবং দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে ভারত সরকার। বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থান থেকে ভিডিও বা দৃশ্যের লাইভ সম্প্রচার প্রচার না করতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, কার্গিল সংঘাত, মুম্বাই হামলা এবং কান্দাহারের মতো সংকটের সময় গণমাধ্যমগুলো প্রশ্নবিদ্ধ নানা সংবাদ প্রচার করেছিল। এজন্যই এবারের কাশ্মির হামলার ঘটনায় সতর্কতা অবলম্বন করছে দেশটির সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।