জুমবাংলা ডেস্ক : দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রতিটি যুবককে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাধ্যতামূলক বিশেষ সামরিক প্রশিক্ষণ দেওয়াসহ ১০ দফা প্রস্তাব জানিয়েছে যুব জমিয়ত বাংলাদেশ।
রবিবার বেলা সাড়ে ৩টার দিকে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘কেমন বাংলাদেশ চাই?’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরা হয়।
যুব জমিয়ত বাংলাদেশের সভাপতি মুফতি হুসাইন আহমেদের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকের উদ্বোধন করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদীস আল্লামা মনছুরুল হাসান রায়পূরী। এতে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।
বৈঠকে যুব জমিয়ত বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল হামিদ বিন হারুন ১০ দফা প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবগুলো হলো –
১) যুবকদের জন্য বৈষম্যমুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা ও মৌলিক সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া; ২) বেকারত্ব দূরীকরণে বেকার যুব সমাজ ও শিক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতে চুক্তিভিত্তিক (খণ্ডকালীন) চাকরির ব্যবস্থা করা এবং প্রতি বছর বেকারত্বের জরিপ প্রতিবেদন আকারে প্রকাশ করা; ৩) দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রতিটি যুবককে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাধ্যতামূলক বিশেষ সামরিক প্রশিক্ষণ দেওয়া; ৪) শিক্ষার সব স্তরে ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষাব্যবস্থা বাস্তবায়ন করা;
৫) সরকারি গ্যাজেটভুক্ত কওমি সনদপ্রাপ্তদের জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক, কাজী, সরকারী মডেল মসজিদের ইমাম ও খতিব, ইসলামীক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সকল প্রকল্পে যোগ্যতম স্থানে নিয়োগপ্রাপ্তি নিশ্চিত করা; ৬) স্বল্প শিক্ষিত বেকার তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে স্থানীয় পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সুদমুক্ত আর্থিক লোন-সহায়তা প্রদান করতে হবে। বেকার উচ্চ শিক্ষিতদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় উৎপাদিত পণ্য আন্তজার্তিক বাজারে রপ্তানির ব্যবস্থা করা;
৭) দেশের সব প্রতিবন্ধী ও নিরক্ষর জনগোষ্ঠীকে কুটির শিল্প প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা; ৮) বিদেশে যোগ্য ও দক্ষ জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় প্রতিটি উপজেলায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করতে হবে। এবং সরকারি ব্যবস্থাপনায় বিদেশে উপযুক্ত কর্মসংস্থান নিশ্চিত করা; ৯) রাষ্ট্রীয় সংস্কারের অংশ হিসেবে শিক্ষা কমিশনসহ সকল জাতীয় কমিশন গঠনে আস্তিক ও দেশপ্রেমিকদের অন্তর্ভুক্ত করতে হবে। বিশেষত কওমী উলামায়ে কিরামদের অন্তর্ভুক্ত নিশ্চিত করা; ১০. ইসলাম বিদ্বেষী সব আইন ও ভারতসহ বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে দেশ-ধর্ম বিরোধী সব গোপন চুক্তি বাতিল করা।-ঢাকাটাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।