জুমবাংলা ডেস্ক : এখন থেকে যাত্রী নামলে সেনা তত্ত্বাবধানে হাসপাতালে বা বাড়িতে যাবে এ মর্মে কোনো নির্দেশনা সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের কাছে পৌঁছায়নি বলে জানিয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান।
তৌহিদ উল আহসান বলেন, ‘এ রকম নির্দেশনা আসলে অবশ্যই তা বাস্তবায়ন করা হবে।’
শুক্রবার (২০ মার্চ) বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এয়ারপোর্টের ভেতরে কোনো সেনা উপস্থিত থাকবে না। যদি তারা আসে, বাইরে থেকে যাত্রী নিয়ে যাবে।’
তিনি বলেন, ‘যাত্রীদের তথ্য সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের কাছে থাকে না। এটা ইমিগ্রেশনের কাছে থাকে। তাদের তথ্য অনুযায়ী গত ৫ দিনে গড়ে সাত হাজার যাত্রী দেশে এসেছেন। এদের মধ্যে ৮০ ভাগই বাংলাদেশি।’
তৌহিদ উল আহসান বলেন, ‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শরীরে তাপমাত্রা বেশি থাকলে হাসপাতালে পাঠানো হচ্ছে। করোনাভাইরাস আক্রান্ত দেশ থেকে আসলে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। গত ২৪ ঘণ্টায় শরীরে বেশি তাপমাত্রা থাকায় তিনজনকে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুজন সৌদি ফেরত, অন্যজন মালয়েশিয়া ফেরত।’
শুক্রবার সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পাঁচটি ফ্লাইট শাহজালালে অবতরণ করেছে। গতকাল এর সংখ্যা ছিল ২৫।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



