সেনা সমাবেশ থেকে ছাড় পাবেন কারা জানাল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে যুদ্ধ জোরদার করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার সামরিক রিজার্ভের আংশিক সমাবেশের ঘোষণা দিয়েছেন। পুতিনের সেই ঘোষণার পর থেকেই সেনাবাহিনীতে অন্তর্ভূক্তির ভয়ে রাশিয়া ছেড়ে পালিয়ে যাচ্ছে দেশটির পুরুষরা। এরই মধ্যে কাদের সেনা সমাবেশে ডাকা হবে না তার একটি তালিকা প্রকাশ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, প্রযুক্তিখাতে কর্মরত, ব্যাংকিং খাতে কর্মরত ও রাষ্ট্রীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা পুতিনের ঘোষণা অনুযায়ী সেনা সমাবেশ থেকে ছাড় পাবেন।

এ ব্যাপারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, সরকারি ডিক্রির যে অংশে সমাবেশেল ঘোষণা করা হয়েছে তাতে কতজন লোকের খসড়া করা হবে তা শ্রেণিবদ্ধ এবং অপ্রকাশিত রাখা হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার আর্থিক ব্যবস্থা সচল রাখার বিষয়টি নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ খাতে কর্মরতদের খসড়া থেকে বাদ দেওয়া হবে।