সেন্স অফ হিউমার বা রসবোধ বলতে বুঝায় কেউ মজা করলে আপনি যখন তার সাথে নিজেকে কানেক্ট করতে পারবেন বা তার অর্থ বুঝতে পারবেন। তখন আপনার মধ্যে স্বাভাবিক reaction থাকবে। তাহলে বলা যাবে আপনার সেন্স অফ হিউমার ভালো। যদি মজার সাথে নিজেকে কানেক্ট করতে না পারেন তাহলে সেন্স অফ হিউমার ভালো না বুঝে নিবেন।
সেন্স অফ হিউমার জন্মগত বিষয় বলে ধরে নেওয়া হয়। তবে সবার মাঝে সেন্স অফ হিউমার থাকে না। কোথায় হাসতে হবে আর কোথায় হাসা উচিত না সেটা সেন্স অফ হিউমারের সাথে সম্পর্কিত। বেশি মানুষের মধ্যে অনেকে লজ্জা পায়। তখন নিজের মধ্যে রসবোধ আসে না। উলটো নার্ভাস হয়ে যায়।
যারা হাসতে পারে ও হাসাতে পারে তাদের বন্ধু অনেক। তাদের সবাই পছন্দ করে। যেকোন পরিস্থিতির সাথে তারা নিজেকে মানিয়ে নেয়। মানুষভেদে এই রসবোধ অবশ্যই আলাদা। চোখ কান খোলা রাখতে হবে। অন্যের ব্যক্তিত্ববোধকে সম্মান করুন ও তাদের সেন্স অফ হিউমারকে স্বাগত জানান। তাহলে আপনাকেও তারা ইতিবাচকভাবে নিবে।
যার রসবোধ ভালো না সে একটা স্টোরি যেভাবে বলবে তেমনি যার সেন্স অফ হিউমার অনেক ভালো সে আরো ভালোভাবে সে গল্পকে অন্যভাবে বলতে পারবে না। আপনি যত মানুষের সাথে মিশবেন ও কথা বলবেন ততই এই রসবোধ বাড়তে থাকবে।
সামাজিকতা ও পর্যবেক্ষণ বাড়াবেন। সীমা অতিক্রম করবেন না কখনও। বিকল্প চিন্তার বিকাশ করবেন। চর্চা চালিয়ে যাবেন। কম বেশি সবার মধ্যেই আসলে এটি বিদ্যমান থাকে। আপনি কৌতুক বললে অন্যজন এটি নাও বুঝতে পারে বা আংশিক বুঝতে পারে।
রসবোধ কতটা থাকবে সেটা বুদ্ধিমত্তার উপরেও নির্ভর করে। আমরা আসলে এতটা যান্ত্রিক উপায়ে জীবন যাপন করি আমাদের মধ্যে এটি অনুশীলন করার সময় থাকে না। কাউকে হেয়-প্রতিপন্ন না করে আপনি ব্যক্তিগত ও সামাজিকভাবে এটি চর্চা করবেন। এ বিষয়ে সবাইকে উৎসাহিত করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।