স্পোর্টস ডেস্ক: আগামী সেপ্টেম্বরে ক্লে-কোর্টের টেনিস টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন যদি যথা সময়ে কোর্টে গড়ায়, তবে সেই টুর্নামেন্টে অবশ্যই অংশ নেবেন অ্যান্ডি মারে।
গেল নভেম্বর থেকে হিপ অস্ত্রোপচারের জটিলতায় টেনিস কোর্টের বাহিরে মারে। টেনিস নিয়ে এক সাক্ষাৎকারে মারে জানিয়েছেন, সেপ্টেম্বরে ফ্রেঞ্চ ওপেন শুরু হলে অবাকই হবেন তিনি।
কেননা বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর মাঝে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম আসর আয়োজনে কোন সম্ভাবনাই দেখছেন না এই ব্রিটিশ টেনিস তারকা।
ফ্রেঞ্চ ওপেনের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের অনুমতি মিলবে কিনা তা নিয়ে সন্দিহান স্কটিশ মেগাস্টার মারে। কারণ হিসেবে তিবারের মতো গ্র্যান্ড স্ল্যাম জয়ী সাবেক নাম্বার ওয়ান এই তারকা বলেন, যেসব খেলায় স্বাভাবিক অবস্থা ফিরে আসবে সবার পরে টেনিস তাদের অন্যতম। কারণ টেনিস আসরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়, কোচ ও টিম এক জায়গায় এসে মিলিত হয়।
প্রসঙ্গত, বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ৭ জুন পর্যন্ত স্থগিত পেশাদার টেনিস মৌসুম। ফ্রেঞ্চ ওপেন হওয়ার কথা ছিল ২৪ মে-৭ জুন। কিন্তু চার মাস পিছিয়ে আসরটি চলে গেছে ২০ সেপ্টেম্বর-৪ অক্টোবর।
এদিকে ২৯ জুন-১২ জুলাইতে হওয়ার কথা থাকলেও বাতিল হয়ে গেছে উইম্বলডন চ্যাম্পিয়নশিপ। ৩১ আগস্ট-৭ সেপ্টেম্বরের ইউএস ওপেনের ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত হয়নি।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.