
জুমবাংলা ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা দিতে গিয়ে নিজেরাই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী ও বাংলাদেশ ছাত্রলীগের উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক সবুর খান কলিন্স। মঙ্গলবার ইত্তেফাককে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তারা।
এদিকে সাদ বিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যদের মধ্যে করোনার উপসর্গ দেখা দিয়েছে। করোনা টেস্ট করানোর পর পরিবারের ৩ জনের ফলাফল পজেটিভ আসে। এদের মধ্যে তার মা এবং বাবার অবস্থা কিছুটা খারাপ বলে জানান তিনি।
নিজেদের অসুস্থতা সম্পর্কে সাদ বিন কাদের চৌধুরী জানান, গত কয়েকদিন রাত হলে মারাত্মক কাশি এবং শারীরিক অবস্থা বিবেচনায় টেস্ট করতে দিয়েছিলাম। আজকে রিপোর্ট আসলো আমার কোভিড- ১৯ পজিটিভ। আব্বু আম্মু, ভাই-বোন সবাই অসুস্থ। সবাই বাসায় আসছিল। এক সপ্তাহ ধরে সবার জ্বর ছিল।
তিনি জানান, বর্তমানে জ্বর নেই তবে শরীর দুর্বল খুব। স্বাদ গন্ধহীন উপসর্গ তার। পরিবারের সবাই যাতে দ্রুত সুস্থ হয়ে উঠেন সেজন্য তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। বর্তমানে তারা দুজনই আইসোলেশনে আছেন বলে জানান।
এর আগে গত ২৫ জুন থেকে সাদ বিন কাদের চৌধুরী, ছাত্রলীগের উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক সবুর খান কলিন্স ও ডাকসু সদস্য রফিকুল ইসলাম সবুজের উদ্যোগে রাজধানীতে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করা হয়। তারা এখন পর্যন্ত মোট ৭৯১ জন মুমূর্ষু রোগীকে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করেছেন। সামনের দিনেও এ সেবা অব্যাহত রাখবেন বলে জানান সাদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।