স্পোর্টস ডেস্ক : আর একটি ম্যাচ হারলেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে বুধবার মাঠে নামতে যাচ্ছে পাকিস্তান। বাঁচা মরার এই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে তারা পাচ্ছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা নিউজিল্যান্ডকে। বার্মিংহামের এজবাস্টনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে জয় পেলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে কিউইদের।
এই ম্যাচের আগে কিউইদের চেয়ে অনেক পিছিয়ে সরফরাজ আহমেদের পাকিস্তান। ৬ ম্যাচে মাত্র ২ জয়ে টেবিলের সাত নম্বরে আছে তারা। অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের ম্যাচেই জয়ের দেখা পেয়েছিল পাকিস্তান।
ফলে হারের বৃত্তে আবদ্ধ থাকা দলটি কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। যদিও কিউইরা টুর্নামেন্টে এখন পর্যন্ত দারুণ ধারাবাহিকতার স্বাক্ষর রেখেছে। ৬ ম্যাচের একটিতেও পরাজয়ের মুখ দেখেনি তারা। তাই তাদের হারাতে হলে তিন বিভাগেই ভালো করতে হবে পাকিস্তানকে।
সর্বশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে দারুণ খেলেছেন বাবর আজম এবং হারিস সোহেল। ৮০ বলে ৬৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলে দলকে বড় স্কোরের ভিত গড়ে দেন ডানহাতি বাবর।
শোয়েব মালিকের পরিবর্তে খেলতে নেমে নিজের সামর্থ্যের জানান দেন হারিস। ৫৯ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংস উপহার দেন তিনি। তাই বুধবারও এই দুই ব্যাটসম্যানে আস্থা রাখবে পাকিস্তান।
একইসঙ্গে দুই ওপেনার ইমাম উল হক এবং ফখর জামান একটি ভালো শুরু এনে দিতে চাইবেন দলকে। আর বল হাতে গত ম্যাচে ৩টি করে উইকেট শিকার করেছিলেন পেসার ওয়াহাব রিয়াজ এবং অলরাউন্ডার শাদাব খান। বোলিংয়ে তাদের প্রতিও প্রত্যাশা থাকবে দলের। তাই বলা যায় উইনিং কম্বিনেশন ঠিক রাখতে বুধবার অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামবে পাকিস্তান।
নিউজিল্যান্ড শিবিরে অবশ্য দুশ্চিন্তার কারণ হিসেবে দেখা দিয়েছে ওপেনারদের অফ ফর্ম। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে দুই ওপেনারের ব্যাটেই জয় তুলে নিয়েছিল কেন উইলিয়ামসনের দল। এরপর বাংলাদেশের বিপক্ষে ব্যর্থ হন গাপটিল এবং মুনরো।
সেই থেকে এখন পর্যন্ত দলকে ভালো সূচনা এনে দিতে পারেননি তাঁরা। যদিও এ ব্যাপারে দুশ্চিন্তা করছেন না কিউইদের কোচ গ্যারি স্টিড। তিনি জানিয়েছেন সময় হলেই রানে ফিরবেন দুই ওপেনার। স্টিড বলেছেন, ‘এটাই ক্রিকেট। মার্টিন ও কলিন দুজনই অতীতে বহুবার আমাদের জন্য রান করেছে। আর আমি আশা করি, পরের ম্যাচেই তাদের সময় আসবে।’
দুই ওপেনার ব্যর্থ হলেও ব্যাটিংয়ে দারুণ ধারাবাহিকতা বজায় রেখেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর পর ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েও সেঞ্চুরির দেখা পান তিনি। পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক সেঞ্চুরির লক্ষ্যে মাঠে নামবেন তিনি।
এই ম্যাচে কিউইদের একাদশে আসতে পারে একটি পরিবর্তন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত ম্যাচে ৯ ওভার বোলিং করে ৭৬ রানে এক উইকেট শিকার করেছিলেন ডানহাতি পেসার ম্যাট হেনরি। তাই বার্মিংহামে বুধবার তাঁর বদলী হিসেবে খেলতে পারেন টিম সাউদি।
নিউজিল্যান্ড একাদশ- কেন উইলিয়ামসন (অধিনায়ক), কলিন মুনরো, রস টেলর, টম লাথাম (উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি/ টিম সাউদি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
পাকিস্তান একাদশ- সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ ও শাহিন আফ্রিদি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।