স্পোর্টস ডেস্ক: সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দলের পাশে থাকবেন বলে জানিয়েছেন। দলটির জন্য প্রশংসা এসেছে ভারতীয়দের কাছ থেকেও।
একটি টুইটে তিনি বাবর আজম ও পাকিস্তান দলের প্রতি লিখেছেন, ‘আমি জানি তোমাদের কেমন লাগছে এখন এবং আমি একই রকম হতাশার মুখোমুখি হয়েছি ক্রিকেট মাঠে। কিন্তু যে মানের ক্রিকেট তোমরা খেলেছো এবং যে বিনয় দেখিয়ে জিতেছো, তাতে গর্ব হওয়া উচিৎ। অস্ট্রেলিয়াকে অভিনন্দন।’
সুপার টুয়েলভ পর্বে টানা পাঁচটি ম্যাচে বিজয়ী হওয়ার পর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর পাকিস্তানের ক্রিকেট সমর্থকরা হতাশ। তবে তাদের অনেকে আশা করছেন এই দলটা ভালো কিছু করতে পারবে।
ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লাক্সমান টুইট করে জানিয়েছেন, ‘পাকিস্তানের ম্যাচ ছিল এটা। কিন্তু অস্ট্রেলিয়াও দমে যায়নি।’
কমবেশি সবাই অজি উইকেটকিপার ব্যাটসম্যান ম্যাথু ওয়েডের প্রশংসা করেছেন।
ভারতের ক্রিকেটার রাভিচান্দ্রান আশ্বিন পাকিস্তানের ব্যাটিংয়ের সময়েই রিজওয়ানের খেলায় মুগ্ধতা প্রকাশ করেছেন টুইটারে।
ভারতের সাবেক তারকা ক্রিকেটার সাচিন টেন্ডুলকার প্রশংসা করে লিখেছেন পাকিস্তান ভালো ক্রিকেট খেলেছে, কিন্তু অস্ট্রেলিয়া শেষ পাঁচ ওভারে শক্তিশালীভাবে ফিরে এসেছে এবং ভালোভাবে ম্যাচ শেষ করেছে।
পাকিস্তানের ক্রিকেট দলের প্রথম ইনিংসের ব্যাটিং দেখে ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না লিখেছেন, ‘শক্তিশালী প্রদর্শনী দেখিয়েছে পাকিস্তান’।
ম্যাচ শেষে তিনি পাকিস্তানকে সাধুবাদ জানিয়েছেন, চোখ ধাঁধানো ম্যাচ ছিল বলে মত দিয়েছেন তিনি। আর যুবরাজ সিং লিখেছেন, “ক্যাচ ধরলে আপনি ম্যাচ জিতবেন, আর কিছু ক্যাচ মিস অনেক বেশি ভোগাতে পারে।”
তিনি লিখেছেন, টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ক্রিকেট খেলা পাকিস্তান শেষ পর্যন্ত দুভার্গ্যজনকভাবে হেরে গেলো।
দারুণ একটা ফাইনালের অপেক্ষায় আছেন বলে লিখেছেন যুবরাজ।-বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।