লাইফস্টাইল ডেস্ক : ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট গত ৯ বছর ধরে সেরা দেশের তালিকা প্রকাশ করে আসছে। এই তালিকা আর্থিক ক্ষমতার ভিত্তিতে তৈরি হয়না। বরং এখানে ১০টি বিষয় বেছে নেওয়া হয়েছে। ওই দেশটিকে বিশ্ব কীভাবে দেখছে সেটা এই তালিকায় উপরের দিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ।
দেশের সংস্কৃতি, জীবনযাপনের মান, ঐতিহ্য, নতুন ব্যবসায়িক উদ্যোগ, বিভিন্ন ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ, রোমহর্ষকতার মত বিভিন্ন বিষয় এখানে দেশটির মূল্যায়নের মাপকাঠি। আর সেই অনুযায়ী সুইৎজারল্যান্ড ২০২৪ সালের তালিকার একনম্বর স্থানটি দখল করেছে।
এই নিয়ে পরপর ৩ বছর ১ নম্বরেই রয়ে গেল সুইৎজারল্যান্ড। তালিকার ২ নম্বরে রয়েছে জাপান। ৩ নম্বরে আমেরিকা। চতুর্থ স্থানে রয়েছে কানাডা।
পঞ্চম অস্ট্রেলিয়া। ষষ্ঠ স্থানটি দখল করেছে সুইডেন। সপ্তমে রয়েছে জার্মানি। অষ্টমে ব্রিটেন। নবম স্থানে রয়েছে নিউজিল্যান্ড এবং দশম স্থান দখল করেছে ডেনমার্ক।
এই তালিকায় ভারত কোথায়? ভারত রয়েছে ৩৩ নম্বরে। মোট ৮৯টি দেশের যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে এশিয়ার জাপান ২ নম্বরে, সিঙ্গাপুর রয়েছে ১৪ নম্বরে, চিন ১৬ নম্বরে, সংযুক্ত আরব আমিরশাহী ১৭ নম্বরে, দক্ষিণ কোরিয়া ১৮ নম্বরে, কাতার ২৫ নম্বরে রয়েছে।
জঙ্গল, পাহাড়, নদীর হাতছানিতে এ বার চলুন ডুয়ার্সের এক অচেনা ঠিকানায়
৩২ নম্বরে রয়েছে সৌদি আরব। আর তারপরে ৩৩ নম্বরে রয়েছে ভারত। প্রসঙ্গত ২০২৩ সালে এই তালিকায় ভারত ৩০ নম্বরে থাকলেও এবার ৩৩ নম্বরে নেমে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।