স্পোর্টস ডেস্ক: জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারতকে। এই জয়ে সিরিজে সমতা আনতে সক্ষম প্রোটিয়ারা। তবে এই জয়কে অন্যতম সেরা বলছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় স্মিথ জানান, ভারতের বিপক্ষে জোহানেসবার্গ টেস্ট জয়টি দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা।
জোহানেসবার্গ টেস্ট জয়টি দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা, এমন কথা স্মিথের বলার পেছনের কারন হলো- এই জোহানেসবার্গে আগে কখনও হারেনি ভারত। অতীতে এই ভেন্যুতে পাঁচ টেস্টের মধ্যে ২টি জয় ও ৩টিতে ড্র করে টিম ইন্ডিয়া।
কিন্তু এবার অতীতের রেকর্ড বদলে ফেললো দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গে ভারতকে প্রথম হারের স্বাদ দিলো প্রোটিয়ারা।
জোহানেসবার্গে ভারতকে প্রথম টেস্ট হারের স্বাদ দেয়ার পাশাপাশি চলমান সিরিজে সমতাও আনলো দক্ষিণ আফ্রিকা।
তাই দেশের জয়ে উচ্ছসিত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর স্মিথ। টুইটারে টুইট করে তিনি বলেন, ‘আমি দেশের অনেক জয় দেখেছি। এই জয়টা অন্যতম সেরা একটি জয়।’
দ্বিতীয় টেস্ট জিততে ২৪০ রানের টার্গেট পেয়েছিলো দক্ষিণ আফ্রিকা। সেই টার্গেট ৩ উইকেটে হারিয়ে স্পর্শ করে ফেলে প্রোটিয়ারা। দলকে জয়ের স্বাদ দিতে বড় অবদান রাখেন অধিনায়ক ডিন এলগার। এক প্রান্ত ধরে খেলে অপরাজিত ৯৬ রান করেন তিনি। ১৮৮ বল খেলে ১টি চার মারেন এলগার।
তাই এলগারের প্রশংসাও করেছেন স্মিথ। তিনি বলেন, ‘এমন উইকেটে বড় ইনিংস খেলা অনেক বেশি চ্যালেঞ্জিং। সেখানে এলগারের ৯৬ রান প্রশংসনীয়।
সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট ১১৩ রানে জিতেছিলো ভারত। দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার জয়ে এখন সিরিজে সমতা। আগামী ১১ জানুয়ারি থেকে কেপ টাউনে শুরু সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনও সিরিজে জিততে পারেনি ভারত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।