জুমবাংলা ডেস্ক : পূর্ববিরোধের জেরে পাবনার চাটমোহরে গোপাল চন্দ্র হালদার (৬০) নামে এক বৃদ্ধ জেলের গলায় ছুরি চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকালে পৌর সদরের শাহি মসজিদ এলাকার একটি সেলুনে এ ঘটনা ঘটে।
আহত গোপাল চন্দ্র শাহি মসজিদ এলাকার মৃত মনি হালদারের ছেলে। তিনি পেশায় জেলে। বাড়িতে তিনি একাই বসবাস করেন। ছেলে নেই, তিন মেয়ের বিয়ে হয়েছে। রাতে রামেক হাসপাতালে অস্ত্রোপচার শেষে চিকিৎসাধীন রয়েছেন গোপাল চন্দ্র। তবে তিনি ঝুঁকিমুক্ত নন বলে জানা গেছে।
উপজেলার বোঁথড় গ্রামের খগেন দাসের ছেলে সেলুনের মালিক জীবন দাস (৩২) এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে কী কারণে এ হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে, তা বলতে পারেনি কেউ। তাদের আগে থেকে বিরোধ ছিল বলে ধারণা এলাকার বাসিন্দাদের।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় গোপাল চন্দ্র সেলুনে প্রবেশ করেন। এ সময় ভেতর থেকে দোকানের গ্লাসের দরজা আটকানো ছিল। তিন-চার মিনিট পর ভেতর থেকে চিৎকার ও ধস্তাধস্তির বিষয়টি টের পেয়ে আশপাশে থাকা মানুষ এগিয়ে যান।
ভেতর থেকে দরজা আটকানো থাকার বাইরের কেউ প্রবেশ করতে পারছিলেন না। এ সময় কিছু বুঝে ওঠার আগেই জীবন দোকানের গ্লাসের দরজা খুলে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় গোপাল চন্দ্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসক।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ উদ্দিন খান বলেন, আহত ব্যক্তির গলায় অনেক অংশ গভীরভাবে কেটে গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁর সেলাই দিয়ে রক্ত বন্ধ করতে পারেননি। এ কারণে তাঁকে রাজশাহীতে পাঠানো হয়েছে। তাঁর অবস্থা সংকটাপন্ন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, এখনও আহত ব্যক্তির পরিবারের সদস্যদের খুঁজে বের করা যায়নি। কী কারণে ঘটনা ঘটেছে, তাও জানা যাচ্ছে না। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রক্তমাখা চাকু জব্দ করেছে। জীবনকে ধরার চেষ্টা চলছে। পরিবারের লোকজন অভিযোগ দিলে মামলা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।