জুমবাংলা ডেস্ক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মা’দক বিক্রি ও সেবনের দায়ে ৪৭ জনকে আ’টক করা হয়েছে। এর মধ্যে দুইজন নারী রয়েছেন। আ’টকরা দীর্ঘদিন ধরে এ ঐতিহাসিক উদ্যানটিতে মা’দক বিক্রি ও সেবন করে আসছিলেন বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার সন্ধ্যা ৭টার দিকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন।
এতে মা’দক সেবন ও বিক্রির দায়ে ৪৭ জনকে আ’টক করা হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম গণমাধ্যমকে জানান, বেশ কিছুদিন ধরে তদন্ত করে মা’দক বিক্রির বিষয়ে নিশ্চিত হয়ে জড়িতদের আ’টক করা হয়েছে। আ’টকদের কাছ থেকে বিভিন্ন মা’দক ও মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। আইনানুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। সূত্র : যমুনা টিভি অনলাইন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।