Advertisement
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল থেকে আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) অজ্ঞাত এক যুবকের (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এর আগে শনিবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে স্থানীয়রা শহরের বাইপাস মহাসড়ক থেকে ক্ষত-বিক্ষত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়ার আগেই তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, সৈয়দপুর বাইপাস সড়কে গতকাল ওই যুবক দুর্ঘটনায় আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার পরপরই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তবে আনুমানিক ২২ বছর বয়সী ওই যুবক রবিবার রাত একটার দিকে মারা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।