সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর বাইপাস মহাসড়ক থেকে মুমূর্ষু অবস্থায় জয়দেব রায় (২০) নামে এক যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে বাইপাস মহাসড়কের বোতলাগাড়ি মোড় এলাকা থেকে তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিহত জয়দেব রায় নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের আরজি চড়াইখোলা গ্রামের জগদীশ রায়ের পুত্র। তিনি উত্তরা ইপিজেডের কট বিডি লিমিটেড এর শ্রমিক ছিলেন।
সৈয়দপুর ফায়ার সার্ভিস অফিসের সিনিয়র স্টেশন অফিসার মাহমুদুল হাসান জানান, কিভাবে এ ঘটনা ঘটেছে উদ্ধারের সময় স্থানীয়রা জানাতে পারেনি। তবে নিহতকে ক্ষত-বিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ওই রাতেই সৈয়দপুর এএসপি সার্কেল অশোক কুমার পাল ঘটনাস্থ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরের দিন সকালে নিহত যুবকের মরদেহটি ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে এএসপি সার্কেল অশোক কুমার পাল জানান, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরই আইনি পদক্ষেপ নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।