সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা পল্লীবন্ধু এরশাদের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুলাই) বেলা ১২টায় শহরের রেলস্টেশন সংলগ্ন জাতীয় পার্টির নিজস্ব কার্যালয়ে এ কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শহরের ৯টি মাদ্রাসা ও অন্যান্য এতিমখানার ২ হাজার এতিম শিক্ষার্থীর মাঝে খাদ্য বিতরণ করেন নীলফামারী -৪ আসনের সংসদ সদস্য এরশাদের ভাগ্নে আহসান আদেলুর রহমান আদেল। এ সময় এমপি আদেলুর রহমানের ভাই তানজিল আহমেদ আদনান, জিএম কবির মিঠুসহ সৈয়দপুর পৌর কমিটির নেতৃবৃন্দ মোঃ আলতাফ হোসেন, মোঃ মিঠুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে ২৮ জুলাই রবিবার হুসেইন মোহাম্মদ এরশাদের আত্মার মাফফিরাত কামনায় নীলফামারী-৪ আসনের কিশোরগঞ্জ এলাকায় ১ হাজার ৫ শত এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ করেন এমপি আদেলুর রহমান আদেল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।