সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ১০ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে শহরের পৌর ১১ নম্বর ওয়ার্ডের কুন্দল পূর্বপাড়া এলাকায় সৈয়দপুর সহকারি ভূমি কমিশনার পরিমল সরকারের নেতৃত্বে একটি অভিযান চালানো হয়। এ সময় থানা ও পৌর অফিসের সহযোগিতায় বেদখল হওয়া প্রায় ৩ একর সরকারি জমি উদ্ধার করা হয়।
সৈয়দপুর ভূমি অফিস সূত্রে জানা যায়, একই এলাকার কুন্দল মৌজার এস এ ১ নম্বর খতিয়ানের ৮০৮ থেকে ৮৮৭ ও ৯৫৭ দাগ। যা বর্তমান আর এস খতিয়ানে ৮৯৪, ৮৯৫ ও ৮৯৬ দাগে রয়েছে। এই তিন দাগে ২ একর ৮৮ শতক জমি দীর্ঘদিন ধরে স্থানীয়রা কোনও দলিরপত্র ছাড়াই এ সকল জায়গা কিনে বসত গড়েছেন। এতে সরকারের বিশাল সম্পত্তি হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছিল।
সৈয়দপুর সহকারি ভূমি কমিশনার পরিমল সরকারের নেতৃত্বে থানা ও পৌর অফিসের সহযোগিতায় ২ একর ৮৮ শতক সরকারি খাস জমি উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মুল্য প্রায় ১০ কোটি বলে জানা গেছে।
এ সময় সৈয়দপুর পৌর তহশীলদার মো. আজিজুল হক, সার্ভেয়ার রিপন, চেইনম্যান শহিদুলসহ স্থানীয় ভূমি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সৈয়দপুর সহকারি ভূমি কমিশনার পরিমল কুমার সরকার বলেন, সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ভূমি অধিগ্রহণের ফলে অনেকে ভূমিহীন হয়ে পড়েছেন। তাদের সরকারের এ বিশাল সম্পত্তিতে আবাসন করে পুনর্বাসন করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।