সৈয়দপুর প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আখতার হোসেন বাদল ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ (১২ ডিসেম্বর) বেলা ১টার দিকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী , ২ ছেলে, ১ মেয়ে, ৪ ভাই ও ২ বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
তিনি করোনা আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন রংপুর সিএমএইচের চিকিৎসকরা।
রবিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় সৈয়দপুর রেলওয়ে মাঠে শ্রদ্ধাঞ্জলি শেষে ১১ টায় সেখানে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। পরে দুপুর ১২টায় ২য় জানাযা এবং গ্রামের বাড়ি নীলফামারী সদর উপজেলার সোনারায় সংগলশী ইউনিয়নে বাদ জোহর ৩য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে নিশ্চিত করেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: মহসিনুল হক।
আখতার হোসেন বাদল ছিলেন উত্তরাঞ্চলের জনপ্রিয় পরিবহন শ্রমিক নেতা। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং রংপুর বিভাগীয় ও জেলা কমিটির সভাপতি ছিলেন তিনি।
আওয়ামী লীগ নেতা বাদলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি , সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, স্থানীয় সংসদ সদস্য আদেলুর রহমান আদেল, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদসহ জেলা, সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সুশীল সমাজ ও সর্বস্তরের মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।