সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদক, সস্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধ, ছেলেধরা গুজব এবং ডেঙ্গু সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা প্রশাসন, কমিউনিটি পুলিশের ভূমিকা এবং সুশীল সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও কমিউনিটি পুলিশ আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
উপজেলা নির্বাহী অফিসার টিনা পালের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইমরান হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, পৌরসভা মেয়র মোতাহের হোসেন মানিক, থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সামাদ পিপিএম, সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মমিনুল ইসলাম বাকের, সোনাইমুড়ি হামিদিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আফম বাবুল বাবু, থানা কমিউনিটি পুলিশের সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার পারুল, সোনাইমুড়ী বালিকা প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি খলিলুর রহমান লিটন।
আলোচনা সভায় শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি পুলিশ, পৌরসভা, প্রেসক্লাব ও মসজিদ প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।