সোনাক্ষীর সঙ্গে জমিয়ে প্রেম করছেন?, কে এই প্রেমিক?

সোনাক্ষীর সঙ্গে জমিয়ে প্রেম করছেন?, কে এই প্রেমিক?

বিনোদন ডেস্ক : ‘নোটবুক’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন জহির ইকবাল। বলি পারায় তাকে নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে অভিনেতা প্রেম করছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার সঙ্গে। তাদের সেই সম্পর্ক কি বিয়েতে পরিণত হবে, এমন প্রশ্নও উঠছে।

সোনাক্ষীর সঙ্গে জমিয়ে প্রেম করছেন?, কে এই প্রেমিক?
ফাইল ছবি

সম্প্রতি ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে জহির বলেন, এসব গুজবে পাত্তা দেন না তিনি। গুজবকে তিনি এই শিল্পের একটি অংশ হিসেবে দেখেন।

‘আমি অভিনয় জগতে আসার আগেই জানতাম অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে এমন গুজব হয়েই থাকে। আমি এগুলো পাত্তা দেই না। আপনারা এ বিষটি নিয়ে ভাবতে চাইলে ভাবতে পারেন’- যোগ করেন জহির।

তিনি আরও বলেন বলিউড ‘ভাইজান’খ্যাত সালমান খান তাকে বলেছেন, ‘এমন অনেকেই আছেন অনেক নিউজ করবে তবে এতে মনোযোগ দিবেন না। তাই আমিও সেদিকে মনোযোগ দেই না।’

এদিকে জহির ইকবালকে পরবর্তীতে সোনাক্ষী সিনহা এবং হুমা কুরেশির সঙ্গে ‘ডাবল এক্সএল’ ছবিতে দেখা যাবে। এছাড়াও শোনা যাচ্ছে তিনি সালমান খানের আসন্ন সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’-তেও অভিনয় করবেন

বউয়ের জন্য নতুন এক ‘তাজমহল’ বানাচ্ছেন বাদাম কাকু!