
Advertisement
জুমবাংলা ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লকডাউন চলাকালীন সময়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাস্তায় জনসমাগম করায় ছাত্রলীগের এক নেতাকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। খবর ইউএনবি’র।
দণ্ডপ্রাপ্ত রনি বিল্লাহ (২৮) সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং পৌরসভার বাসিন্দা নাছির উদ্দীনের ছেলে।
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন জানান, মঙ্গলবার দুপুরে সোনারগাঁ পৌরসভার এলাকায় রাস্তায় ট্রাক থামিয়ে লোকজন নিয়ে জনসমাগম করায় ২০১৮ এর ২৫/২ আইনে রনিকে ৬ মাসের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
রনি বিল্লাহ এর আগে সংসদ নির্বাচনের সময় সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের ওপর হামলা চালিয়ে জেলে যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।