সোনার দামে পানি চীনের মহাকাশ স্টেশনে!

চীনের মহাকাশ স্টেশন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: চীনের মহাকাশ স্টেশনে কীভাবে কার্বন-ডাই-অক্সাইড ব্যবহার করে পানি তৈরি হয়? পানি ও অক্সিজেনসহ নানা সম্পদ মহাকাশে কীভাবে পুনঃব্যবহার করা যায়? সে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ।

সবাই জানেন কি? চীনের মহাকাশ স্টেশনে প্রতিকেজি পানি তৈরি হওয়া মানে এক কেজি স্বর্ণ সাশ্রয় হওয়া। রকেট উৎক্ষেপণের খরচে এক গ্রাম পানি উৎক্ষেপণ করতে এক গ্রাম স্বর্ণের সমান দাম ব্যয় হয়। তাই এক কেজি পানি পাঠানো না লাগা মানে এক কেজি স্বর্ণ সাশ্রয় হওয়া।
চীনের মহাকাশ স্টেশন
অতি-নিম্ন তাপমাত্রা, শক্তিশালী বিকিরণ এবং উচ্চ শূন্যতার মহাকাশ পরিবেশেও চীনা মহাকাশচারীরা পৃথিবীর মতো জীবনযাপন করতে পারছেন। কারণ সম্প্রতি স্পেস স্টেশনে চালু হয়েছে কার্বন-ডাই-অক্সাইড পরমাণু হ্রাসকরণ ব্যবস্থা। এর মাধ্যমে পানি তৈরি করা যায়।

ফলে মহাকাশ স্টেশনে প্রতিদিন অতিরিক্ত এক কেজি পানি পুনর্ব্যবহার করা যায়। ঘাম ও প্রস্রাবও আবার সুপেয় পানিতে পরিণত করা হয়।

সূত্র: সিআরআই।

১৩৫০ কোটি বছর আগের ছায়াপথের সন্ধান জেমস ওয়েবে,যা আগে কেউ কখনো দেখেনি