জুমবাংলা ডেস্ক : আগামীকাল সোমবার থেকে মালবাহী ট্রেন চলাচলের মধ্য দিয়ে পুনরায় রেল সেবা শুরু হচ্ছে। এর পরেরদিন থেকে স্বল্প দূরত্বের ট্রেন এবং ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু করবে।
রবিবার (১১ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামীকাল সোমবার (১২ আগস্ট) থেকে মালবাহী ট্রেন এবং ১৩ আগস্ট থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল, কমিউটার ট্রেন চলবে। আর বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু করবে।
তিনি আরও বলেন, তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।
আন্তঃনগর ট্রেনের টিকিট আগামীকাল বিকেল ৫টা থেকেই ক্রয় করা যাবে বলেও তিনি জানান।
এর আগে, কোটা সংস্কার আন্দোলনের মুখে গত ১৮ জুলাই থেকে বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল বন্ধ হয়েছে। তবে সরকারের কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল।
এর মধ্যে গত ১-৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলাচল করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।