Advertisement
জুমবাংলা ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্মানিত হজ্জ যাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে একটি ‘হজ্জ বুথ’ চালু করেছে। বুধবার (৩ জুলাই) রাজধানীর উত্তরার আশকোনায় অবস্থিত হজ্জ ক্যাম্পে এই হজ্জ বুথ উদ্বোধন করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব কাজী ওসমান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানিকভাবে হজ্জ বুথটি উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন হজ্জ ক্যাম্পের পরিচালক ও উপসচিব জনাব মোঃ সাইফুল ইসলাম, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সিরাজুল হক, এসআইবিএল উত্তরা শাখার ব্যবস্থাপক জনাব মোঃ মহিবুল কাদির এবং শরী’আহ সুপারভাইজরী কমিটি সেক্রেটারিয়েটের মুরাকিব মোঃ মাহফুজুর রহমান ভূঁইয়া।
অনুষ্ঠান শেষে ব্যাংকের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক হজ্জ ক্যাম্পে অবস্থানরত সম্মানিত হজ্জ যাত্রীদের ব্যবহারের জন্য মেট্রেস প্রদান করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।