সোশ্যাল মিডিয়ায় অ্যাডমিন-মডারেটর হিসাবে কাজ করার বিধান কী

মালিহা তাসনিম ইবা :

শিক্ষার্থী

রংপুর সরকারি কলেজ, রংপুর সদর

প্রশ্ন : সোশ্যাল মিডিয়ায় অ্যাডমিন-মডারেটর হিসাবে কাজ করার বিধান কী?

উত্তর : Facebook, Whatsapp, Telegram ইত্যাদি যেসব পেজ বা গ্রুপে অথবা YouTube চ্যানেলে শিরক, বিদআত, কুসংস্কার, দলিলবহির্ভূত কথাবার্তা, বেপর্দা ছবি-ভিডিও, নোংরা ফানি ভিডিও, ভ্রান্ত বক্তাদের ওয়াজ, ক্ষতিকর বা হারাম কিছু প্রচার ও প্রসার করা হয়, সেসব গ্রুপে অ্যাডমিন-মডারেটর হয়ে সাহায্য-সহযোগিতা করা জায়েজ নয়। অর্থের বিনিময়ে হোক অথবা বিনামূল্যে হোক। কেননা তা হারাম কাজে সহযোগিতার শামিল-যা ইসলামে নিষিদ্ধ। আল্লাহতায়ালা বলেন,

‘আর তোমরা সৎকর্ম ও আল্লাহভীতিতে একে অন্যের সহায়তা করো। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো

না’ [সূরা মায়িদা : ২]।

কেউ যদি তা করে তাহলে তার কারণে যত মানুষ গুনাহ অর্জন করবে, হারাম কোনো কিছু শিখবে বা চারিত্রিক স্খলনের শিকার হবে তাদের গুনাহর অংশ তাকেও বহন করতে হবে। আর এসব গুনাহের ধারাবাহিকতা স্থায়ীভাবে চালু হয়ে যাবে যতদিন পর্যন্ত নেট জগতে ওই হারাম কন্টেন্ট বিদ্যমান থাকবে।

এমনকি মানুষ মারা যাওয়ার পরও তার পোস্টকৃত বা তার সহযোগিতায় হারাম কাজের কারণে তার আমলনামায় গুনাহ অবিরতভাবে জমা হতেই থাকবে। জারির (রা.) বলেন, রাসূল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ইসলামে কোনো মন্দ রীতি-নীতি চালু করবে তার ওপরই তার গুনাহ বর্তাবে।

আর ওই মন্দ কাজ করে যত মানুষ যে পরিমাণ গুনাহ অর্জন করবে সবার সমপরিমাণ গুনাহ তার আমলনামায় লেখা হবে। কিন্তু তাদের কারও গুনাহ এতটুকুও কম করা হবে না’ [সহিহ মুসলিম]।